RRP Semiconductors: ৭১,৫০০% রিটার্ন মাত্র ১৮ মাসে, এই স্টক ধনকুবের করে দিল লগ্নিকারীদের

কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি স্টক নিয়ে খুব আলোচনা। কারণ, মাত্র ১৮ মাসে বাম্পার রিটার্ন দিয়েছে এই স্টক। যার ফলে কোটি কোটি টাকা কামিয়েছেন বিনিয়োগকারীরা। যদিও এই স্টক নিয়ে এত তোলপাড় হলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে BSE। তারা এই স্টকের বিরুদ্ধে একটা ওয়ার্নিং ইস্যু করেছে। পাশাপাশি স্টকটাকে আনা হয়েছে স্ক্রটিনিতে।

Advertisement
৭১,৫০০% রিটার্ন মাত্র ১৮ মাসে, এই স্টক ধনকুবের করে দিল লগ্নিকারীদেরএই স্টকে এত রিটার্ন
হাইলাইটস
  • কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি স্টক নিয়ে খুব আলোচনা
  • ১৮ মাসে বাম্পার রিটার্ন দিয়েছে এই স্টক
  • কোটি কোটি টাকা কামিয়েছেন বিনিয়োগকারীরা

কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি স্টক নিয়ে খুব আলোচনা। কারণ, মাত্র ১৮ মাসে বাম্পার রিটার্ন দিয়েছে এই স্টক। যার ফলে কোটি কোটি টাকা কামিয়েছেন বিনিয়োগকারীরা। যদিও এই স্টক নিয়ে এত তোলপাড় হলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে BSE। তারা এই স্টকের বিরুদ্ধে একটা ওয়ার্নিং ইস্যু করেছে। পাশাপাশি স্টকটাকে আনা হয়েছে স্ক্রটিনিতে।

স্টকটির নাম কী?

এই স্টকটির নাম হল RRP Semiconductors। এটির দাম ১৮ মাসে ৭১,৫০০ শতাংশ বৃদ্ধি পয়েছে। অর্থাৎ এই স্টকে যদি আপনি ১৮ মাস আগে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে এখন পেতেন ৭ কোটি ১৬ লক্ষ টাকা। বুঝতে পারছেন, মাত্র ১ লাখ টাকায় আপনি হয়ে যেতেন কোটিপতি।

আজ শুক্রবার ২ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। এর দাম এখন ১০,৮৮৭.১০ টাকা। বর্তমানে এই স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়িয়েছে ১৫০০০ টাকা। এক সময়ের এই পেনি স্টকই আজ মার্কেটে সেরা জায়গায় পৌঁছে গিয়েছে। দাম বেড়েছে ৭১,৫০০ টাকা।

জানলে অবাক হবেন, ২০২৫ সালে এই স্টকের দাম ছিল ১৫ টাকা। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি এই স্টককে। প্রতিদিন বেড়েছে স্টকের দাম। হিট করেছে আপার সার্কিট।

ডাল মে কিছু কালা তো নেহি?

আসলে ১৫ টাকা দাম দিয়ে যদি ১০০০০ হাজার টাকার এই স্টক কিনতেন, তাহলে এখন সেটা হয়ে যেতে ৭১৫০০০০ টাকা। আর এটা কিন্তু কম নয়। যে কোনও মানুষ আগে জানলে এই স্টকে টাকা বিনিয়োগ করতেন।

যদিও বর্তমানে এই স্টকের দিকে রয়েছে নজর। কারণ, এর ট্রেডিং লো ভলিউম রয়েছে। বৃহস্পতিবার মাত্র ৭১টা স্টক ট্রেড করেছে। আর গত দুই সপ্তাহে ৫৫০ শেয়ারে ট্রেড হয়েছে। শুধু তাই নয়, সেবি জানিয়েছে যে, এই সংস্থার আয়ের সঙ্গে শেয়ারের দামের কোনও সঙ্গতি নেই। তাই এর সংস্থার উপর আপাতত Extended Surveillance Measures (ESM)।

১৪ ইনভেস্টরের কাছে রয়েছে ৯৪ শতাংশ স্টেক

Advertisement

জানলে অবাক হয়ে যাবেন, ১.২৭ শতংশ স্টেক রয়েছে প্রোমোটারের কাছে। আর রিটেলারে কাছে রয়েছে ৯৮.৭৩ শতাংশ স্টক। এক্ষেত্রে ১৪ জন রিটেল ইনভেস্টরের কাছে রয়েছে ১২৮৯৪০০০ ইকুয়েটি শেয়ার। আর এটা কিন্তু একবারেই ভাল খবর নয়।

তাই এই সংস্থায় টাকা লাগানোর আগে হাজার ভাবুন। বেশি লাভের আশায় একই কিছু করবেন না।

সচিন এই স্টকে ইনভেস্ট করেননি

অনেকেই মনে করেন সচিন তেন্ডুলকার এই স্টকে ইনভেস্ট করেছেন। তবে এই কথাটা একবারেই ঠিক নয়। এটা একটা ভুল ধারণা। আর সংস্থাও এই কথাটা জানিয়ে দিয়েছে।

এই নিবন্ধ পড়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। তার আগে নিন বিশেষজ্ঞের পরামর্শ। তিনিই আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন।

POST A COMMENT
Advertisement