West Bengal DA vs Central Government DA: কেন্দ্রের DA বাড়ছে, রাজ্যের সঙ্গে ফারাক কত হবে? কীভাবে DA ক্যালকুলেশন

7th Pay Commission News: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই দুর্দান্ত খবর আসতে চলেছে। মহার্ঘ ভাতা (DA Hike) বাড়াতে চলেছে সরকার। ফলত কেন্দ্রীয় সরাকারি কর্মীদের বেতন বাম্পার বৃদ্ধি হতে চলেছে। কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে৩৮ শতাংশে উন্নীত হতে চলেছে এবং পুজোর মাসেই তা কর্মীদের অ্যাকাউন্টে আসতে পারে।

Advertisement
 কেন্দ্রের DA বাড়ছে, রাজ্যের সঙ্গে ফারাক কত হবে? রাজ্যের সঙ্গে কতটা বাড়বে বেতন ফারাক?
হাইলাইটস
  • কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই দুর্দান্ত খবর আসতে চলেছে
  • মহার্ঘ ভাতা (DA Hike) বাড়াতে চলেছে সরকার
  • কেন্দ্রীয় সরাকারি কর্মীদের বেতন বাম্পার বৃদ্ধি হতে চলেছে

 7th Pay Commission News: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই  দুর্দান্ত খবর আসতে চলেছে।  মহার্ঘ ভাতা (DA Hike) বাড়াতে চলেছে সরকার। ফলত কেন্দ্রীয় সরাকারি কর্মীদের  বেতন বাম্পার বৃদ্ধি হতে চলেছে। কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে৩৮ শতাংশে উন্নীত হতে চলেছে এবং পুজোর মাসেই তা  কর্মীদের অ্যাকাউন্টে আসতে পারে।

চলতি মাসেই ঘোষণা হতে পারে
সংবাদ মাধ্যমের  খবর অনুযায়ী, সেপ্টেম্বরে  কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।  মহার্ঘ ভাতাতে সরকারি কর্মীরা জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর মাসের জন্য বকেয়াও পাবেন। 

ডিএ পাবেন ৩৮ শতাংশ
সপ্তম বেতন কমিশনের বর্তমান স্কেল অনুযায়ী, কর্মচারী ও পেনশনভোগীদের ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা ও ডিআর দেওয়া হচ্ছে, তবে মোদী সরকারের  আনুষ্ঠানিক ঘোষণার পর কর্মচারীদের ডিএ বাড়বে। অর্থাৎ  কেন্দ্রীয় সরকারি কর্মীরা  ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

বেতন কত বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের
সপ্তম পে কমিশন অনুযায়ী ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যদি আমরা সর্বোচ্চ বেতন গণনা করি, তাহলে  ৫৬,৯০০ টাকার বেসিক স্যালারির প্রতি মাসে ২১৬২২ টাকা ডিএ হিসাবে পাওয়া যাবে অর্থাৎ এই পে স্কেলের লোকেরা বার্ষিক ২,৫৯,৪৬৪ লক্ষ টাকার লাভ পাবেন।  

মূল বেতন ৩১৫৫০ টাকা হলে বেতন কত বাড়বে?
সপ্তম বেতন কমিশন অনুসারে, যদি আপনার মূল বেতন ৩১৫৫০ টাকা হয় এবং ডিএ ৩৮ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে এখানে জানুন আপনার বেতন কত বাড়বে।

আসুন বুঝে নেওয়া যাক আপনার বেতন কত বাড়বে (DA Calculation)- -

  • বেসিক বেতন - ৩১৫৫০ টাকা
  • মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ - ১১৯৮৯ টাকা
  • বিদ্যমান ডিএ - ৩৪ শতাংশ - ১০৭২৭ টাকা 
  • কতটা বাড়বে DA - ৪ শতাংশ
  • মাসিক বৃদ্ধি  - ১২৬২ টাকা
  • বার্ষিক বেতন বৃদ্ধি - ১৫১৪৪ টাকা 

গত কয়েক মাসে কেন্দ্রের মত একাধিক বিজেপি শাসিত রাজ্য তাদের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার মত রাজ্যও। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ এখনও দেয়নি  নবান্ন বরং  সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে আট শতাংশ হারে যেখানে ডিএ পাচ্ছেন  অন্যান্য রাজ্যের  সরকারি কর্মচারীরা। সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তিন শতাংশ ডিএ পাচ্ছেন।

Advertisement

প্রসঙ্গত গত জানুয়ারিতে  সরকারি কর্মীদের মহার্ঘভাতা (ডিএ) ঘোষণা করেছিল রাজ্য সরকার। ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে ডিএ পাওয়ার কথা ছিল তাঁদের। গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে।  রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৭% মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করেছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু  তৃণমূল-প্রভাবিত ফেডারেশনের নেতারাও সন্তুষ্ট ছিল না সরকারের এই ঘোষণায়। কর্মচারীদের অভিযোগ, “মুখ্যমন্ত্রীর এক কিস্তি ডিএ ঘোষণায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের  ব্যবধান কমে ৪২% হবে ঠিকই। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের ৭% ডিএ ঘোষণা হতে পারে। ফলে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া সেই ৪৯%-ই থাকবে! বাড়তেও পারে!

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি হারের তুলনায় আরও কিছুটা পিছিয়ে পড়বে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। এখন আদালতের যে নির্দেশ তা অনুযায়ী ৩১ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। এ বার উৎসবের মরসুমে কেন্দ্র ৪ শতাংশ ডিএ বাড়ালে স্বাভাবিক ভাবেই কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মধ্যে ফারাক আরও খানিকটা বেড়ে যাবে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেকটাই পিছিয়ে রাজ্য সরকারি কর্মীরা

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন

 জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মচারিদের মহার্ঘ্য ভাতা (DA) বাড়ানো হয়েছে
কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-এর ফারাক ৩১ শতাংশ   কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা এখন বর্তমানে  ৩১ শতাংশ কম মহার্ঘ ভাতা পান
 আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকে ডিএ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যে রাজ্য সরকারি কর্মচারিদের মাসিক বেতন ন্যূনতম ১৭ হাজার টাকা, কেন্দ্রীয়  সরকারি কর্মীদের তুলনায় তাঁদেরই বার্ষিক ক্ষতি বা বকেয়ার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৬৩ হাজার ৫৮০ টাকা

 

 

 

মহামারি আবহে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বদল হয়েছিল সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামো। কিন্তু তখন ডিএ ঘোষণা করেনি সরকার। ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের পার্থক্য  দাঁড়িয়েছিল প্রায় ২৮%। এর ফলেই রাজ্য সরকারী কর্মচারীদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ ও ধোঁয়াশা বাড়ছে। কেন্দ্র বকেয়া ডিএ মিটিয়ে দিলে রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে অসন্তোষ যে আরও বাড়বে তা বলার আর অপেক্ষা রাখে না। 

POST A COMMENT
Advertisement