scorecardresearch
 

7th Pay Commission: ১৫ দিনেই বড় ঘোষণা কেন্দ্রের? মাসে ১৭০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বেতন

আগামী ৮ মার্চ হোলি। আর মাত্র কয়েকদিন বাকি! জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার হোলির আগে মহার্ঘ ভাতার ঘোষণা করতে পারে।

Advertisement
7th Pay Commission সপ্তম বেতন কমিশন। 7th Pay Commission সপ্তম বেতন কমিশন।
হাইলাইটস
  • হোলির উপহার দিতে পারে কেন্দ্র।
  • ৩ শতাংশ বাড়ানো হতে পারে ডিএ।

এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হোলির উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। আগামী ৮ মার্চ হোলি। আর মাত্র কয়েকদিন বাকি! জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার হোলির আগে মহার্ঘ ভাতার ঘোষণা করতে পারে। কারণ আগামী ২৮ ফেব্রুয়ারি সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক প্রকাশ করতে চলেছে শ্রম দফতর। মূল্য়বৃদ্ধির উপরে নির্ভর করে তৈরি হয় এই সূচক। যা ডিএ বৃদ্ধির হার স্থির করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 

কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধির জন্য এআইসিপিআই সূচক (AICPI) দেখা হয়। AICPI প্রতি মাসের শেষ কাজের দিনে প্রকাশিত হয়। ২০২২ সালের ডিসেম্বরে AICPI পরিসংখ্যান ছিল ১৩২.৩। এবার জানুয়ারিতে তা কমতে পারে। জানা গিয়েছে, এবার ৩ শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা। ফলে সরকারি কর্মীরা ডিএ বাবদ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪১ শতাংশ পাবেন।

কেন্দ্রীয় সরকার ডিএ ৩% বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে খবর। সেক্ষেত্রে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে ৪১%। সেক্ষেত্রে কতটা বেশি টাকা হাতে পাবেন কেন্দ্রীয় কর্মীরা? 

ধরা যাক, কারও ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা। 

ডিএ ৪১% হলে মাসে পাবেন ৭,৩৮০ টাকা।
বর্তমানে পান ৩৮% ডিএ= মাসে ৬,৮৪০ টাকা। 
মাসে বেতন বৃদ্ধি ৯০০ টাকা। 
বার্ষিক বৃদ্ধি ৯০০ X ১২ = ১০,৮০০ টাকা।

ন্যূনতম বেসিক পে ৫৬,৯০০ টাকা হলে কী হবে? 

ডিএ বেড়ে ৪১ শতাংশ হলে প্রতি মাসে পাওয়া যাবে ২৩,৩২৯ টাকা।
বর্তমানে ৩৮% ডিএ = ২১,৬২২ টাকা প্রতি মাসে। 
মাসে ১,৭০৭ টাকা বেতন বৃদ্ধি। 
বার্ষিক বৃদ্ধি ১,৭০৭ X ১২ = ২০,৪৮৪ টাকা। 

কেন্দ্র ও রাজ্য মহার্ঘ ভাতার ফারাক

এ রাজ্যে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মীরা। গত সপ্তাহে রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ওই বৃদ্ধি ফলে রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ফারাক এখন ৩২ শতাংশ। এই ৩২ শতাংশ ডিএ বকেয়া রয়েছে বলে দাবি করছেন রাজ্যের কর্মীরা। এবার কেন্দ্র ৩ শতাংশ ডিএ বাড়ালে ফারাক বেড়ে হবে ৩৫ শতাংশ। 
 

Advertisement

আরও পড়ুন- এই ১০ শেয়ারে টাকা ঢালল এলআইসি, বিনিয়োগ করলে আপনিও মালামাল

Advertisement