Economist on Gold price: 'বড় কিছু একটা ঘটবে...' সোনা নিয়ে ওয়ার্নিং দিলেন বিখ্যাত অর্থনীতিবিদ

Euro Pacific Asset Management-এর চিফ ইকোনমিস্ট এবং গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট পিটার শিফ জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে কখনওই সোনার এতটা দাম বাড়েনি। এই হলুদ ধাতুর দাম শেষ ৫ দিনেই অনেকটা বেড়ে গিয়েছে। যার ফলে আগামিদিনে পরিস্থিতি আরও সিরিয়াস দিকে যাবে। ভয়ের আবহাওয়া তৈরি হচ্ছে সোনার দাম নিয়ে।

Advertisement
'বড় কিছু একটা ঘটবে...' সোনা নিয়ে ওয়ার্নিং দিলেন বিখ্যাত অর্থনীতিবিদসোনা নিয়ে ওয়ার্নিং অর্থনীতিবিদের
হাইলাইটস
  • আম আদমির পক্ষে সোনা ও রুপোর গয়না কেনা কঠিন হয়ে পড়ছে
  • বিনিয়োগকারীও নতুন করে বিনিয়োগ করার জায়গা পাচ্ছেন না
  • সোনা-রুপোর এই দাম বৃদ্ধি নিয়েই সতর্ক করে দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ

রুদ্ধশ্বাস গতিতে ছুটছে সোনা ও রুপোর দাম। রোজই গড়ছে নিত্যনতুন রেকর্ড। যার ফলে আম আদমির পক্ষে সোনা ও রুপোর গয়না কেনা কঠিন হয়ে পড়ছে। শুধু তাই নয়, বিনিয়োগকারীও নতুন করে বিনিয়োগ করার জায়গা পাচ্ছেন না। আর সোনা-রুপোর এই দাম বৃদ্ধি নিয়েই সতর্ক করে দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ। তাঁর মতে, সোনার দামে বড় কিছু একটা হতে চলেছে। তাই এত দ্রুত বৃদ্ধি।

Euro Pacific Asset Management-এর চিফ ইকোনমিস্ট এবং গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট পিটার শিফ জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে কখনওই সোনার এতটা দাম বাড়েনি। এই হলুদ ধাতুর দাম শেষ ৫ দিনেই অনেকটা বেড়ে গিয়েছে। যার ফলে আগামিদিনে পরিস্থিতি আরও সিরিয়াস দিকে যাবে। ভয়ের আবহাওয়া তৈরি হচ্ছে সোনার দাম নিয়ে।

তিনি বলেন, 'এটা খুবই সিরিয়াস একটা পরিস্থিতি। সোনা এখন ৪,৩৭০ ডলারে। আর এটা আজই ৪৪০০ ডলারে পৌঁছে যেতে পারে। অর্থাৎ এক সপ্তাহে ১০ শতাংশ বৃদ্ধি। আমার মতে বড় কিছু একটা ঘটতে চলেছে।'

সোনার দামে রেকর্ড
শুক্রবার সোনার দাম প্রতি আউন্সে পৌঁছে গিয়েছে ৪৩০০ ডলারে। আর এটা রেকর্ড। ২০২০ সালের পর থেকে এ ভাবেই বেড়ে গিয়েছে সোনার দাম। থামার কোনও লক্ষণই নেই। আর দাম বাড়ার ঘটনাকেই  অস্বাভাবিক বলে মনে করছে বিশেষজ্ঞরা।

এক সপ্তাহে বেড়েছে ৮ শতাংশ
এই সপ্তাহেই ৮ শতাংশ দাম বেড়েছে সোনার। আসলে সারা পৃথিবীর বিনিয়োগকারীরা রাজনৈতিক অস্থিরতার মধ্যে সোনাকেই সেরা বিনিয়োগের রাস্তা হিসেবে দেখছেন। যার ফলে এই ধাতু কেনার ডিমান্ড বাড়ছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে দাম। 

এই বছরই দাম বেড়েছে অনেকটা
জানলে অবাক হয়ে যাবেন, চলতি বছরে সোনার দাম বেড়েছে ৬৫ শতাংশ। ও দিকে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে রুপোও। এই ধাতুর দাম চলতি বছরে ৭০ শতাংশ বেড়েছে। 

দাম কি কমবে?  
এই বিষয়টা নিয়ে বিশেষজ্ঞরা কোনও তথ্যই দিতে পারছেন না। তাদের মতে, এটা সম্পূর্ণ নির্ভর করছে চাহিদার উপর। রাজনৈতিক পরিস্থিতির জন্য যদি সোনার চাহিদা বাড়ে, তাহলে দাম কমবে না। উল্টে যদি বিনিয়োগকারীরা সোনার থেকে মুখ ফেরান, তখন নিশ্চিত ভাবে চাহিদা কমবে। যার ফলে দাম হতে পারে নিম্নমুখী। তবে সেই সংকেত এখনও পাওয়া যায়নি বলেই জানাচ্ছেন তিনি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement