8th Pay commission : জানুয়ারি থেকেই এক লাফে ৩০ হাজার টাকা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, বড় আপডেট

২০২৫ সালের অগাস্টে AICPI-IW ছিল ১৪৭.১। অগাস্টে তা হয়েছে ১৪৭.৩। যদি সব ঠিক থাকে তাহলে আগামী জানুয়ারিতে আরও ২ শতাংশ ডিএ বাড়তে পারে। 

Advertisement
জানুয়ারি থেকেই এক লাফে ৩০ হাজার টাকা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, বড় আপডেট  DA
হাইলাইটস
  • ফের ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের
  • এক লাফে হাজার হাজার টাকা পাবেন সরকারি কর্মীরা

সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) নিয়ে বড় আপডেট। সেপ্টেম্বরের সর্বভারতীয় মূল্য সূচক বা AICPI বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখন AICPI ১৪৭.৩। এর অর্থ হল জানুযারিতে কেন্দ্র সরকার আরও ২ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। তবে সেপ্টেম্বর মাসের AICPI অনুসারে তা বেড়ে হতে পারে ৬০ শতাংশ। 

অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ২০২৫ সালের অগাস্টে AICPI-IW ছিল ১৪৭.১। অগাস্টে তা হয়েছে ১৪৭.৩। যদি সব ঠিক থাকে তাহলে আগামী জানুয়ারিতে আরও ২ শতাংশ ডিএ বাড়তে পারে। 

ডিএ বা মহার্ঘ  ভাতা  পেনশন উভয়কেই প্রভাবিত করে। জানুয়ারী ২০২৬ থেকে নতুন ডিএ কার্যকর হওয়ার সাথে সাথে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন।

আবার ২০২৬ সাল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশেষ। কারণ, এই বছরই নতুন বেতন কাঠামো তৈরি হতে পারে। গত ১০ বছর ধরে সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে। 

অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, নতুন বেতন কমিশন গঠন হলে সপ্তম বেতন কমিশনের যে ডিএ পেতেন সরকারি কর্মীরা তা নয়া কমিশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ কোনও ব্যক্তি যদি ৬০ শতাংশ ডিএ সপ্তম বেতন কমিশনে পেয়ে থাকেন তাহলে তিনি সেটা তো পাবেনই সঙ্গে অষ্টম বেতন কমিশন জুড়ে যাবে। নিয়ম অনুয়ায়ী, নয়া বেতন কমিশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে আগের মহার্ঘ ভাতাল বেতনের সঙ্গে জুড়ে যায়। 

যদি ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিএ ৬০% এ পৌঁছায়, তাহলে ৫০,০০০ টাকা মূল বেতনের একজন কর্মচারী ৩০,০০০ টাকা পাবেন। একইভাবে, পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধি হার হবে প্রতি মাসে ৭০০-১,০০০ টাকা। 

যদিও অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে। তবে, কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। অতএব, সম্ভবত ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে এই বেতন সংশোধন কার্যকর করা হতে পারে। তখন এরিয়ার সহ ডিএ পাবেন সরকারি কর্মীরা। 

Advertisement

প্রায় ১০ মাস আগে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, কমিশন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন, পেনশন ও ভাতা পর্যালোচনা করবে।

POST A COMMENT
Advertisement