Stock Market Rising: ট্রাম্পের ঘোষণাতেই হু হু করে বাড়ছে শেয়ারবাজার, কোন কোন স্টক মালামাল করছে?

প্রতিদিনই ক্র্যাশ করছিল ভারতের শেয়ারবাজার। ডুবে যাচ্ছিল হাজার হাজার কোটি টাকা। তবে আজ সেই শনির দশা কেটেছে বলেই মনে হচ্ছে। উঠতে শুরু করেছে ভারতের মার্কেট। ইতিমধ্যেই ৮০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এছাড়া নিফটিও লাফ দিয়েছে অনেকটা। আর শেয়ারবাজারের এই লাফানোর পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই একটা ঘোষণা রয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Advertisement
ট্রাম্পের ঘোষণাতেই হু হু করে বাড়ছে শেয়ারবাজার, কোন কোন স্টক মালামাল করছে?শেয়ারবাজারে কোন কোন স্টকে গতি?
হাইলাইটস
  • প্রতিদিনই ক্র্যাশ করছিল ভারতের শেয়ারবাজার
  • ইতিমধ্যেই ৮০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স
  • শেয়ারবাজারের এই লাফানোর পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই একটা ঘোষণা রয়েছে

প্রতিদিনই ক্র্যাশ করছিল ভারতের শেয়ারবাজার। ডুবে যাচ্ছিল হাজার হাজার কোটি টাকা। তবে আজ সেই শনির দশা কেটেছে বলেই মনে হচ্ছে। উঠতে শুরু করেছে ভারতের মার্কেট। ইতিমধ্যেই ৮০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এছাড়া নিফটিও লাফ দিয়েছে অনেকটা। আর শেয়ারবাজারের এই লাফানোর পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই একটা ঘোষণা রয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

কী বলেছেন ট্রাম্প?
আসলে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বার্তা দেন ট্রাম্প। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি অত্যন্ত সম্মান করেন। পাশাপাশি মোদী যে তাঁর বন্ধু এবং একজন ভাল মানুষ, সেটাও দাবি করেন তিনি। এছাড়া তিনি বলেন, 'আমরা খুব ভাল বাণিজ্য চুক্তি করতে চলেছি।' আর ট্রাম্পের মুখে এই কথা শোনার পরই লাফায় শেয়ারবাজার। 

কতটা লাফাল বাজার? 
কয়েক দিন লাগাতার পড়ছিল ভারতের শেয়ারবাজার। তবে আজ বৃহস্পতিবার সেই ট্রেন্ড বদলে যায়। এ দিন সেনসেক্স শুরু করে ৮২৪৫৯ পয়েন্টে। তারপর এটি ৮০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮২৭১৪ পয়েন্টে পৌঁছে যায়। ও দিকে সেনসেক্সের মতোই লাফ দিয়েছে নিফটিও। এই সূচকও ২৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এটি পৌঁছে গিয়েছে ২৫৪১২ পয়েন্টে (এটি আগের দিন ক্লোজ করেছিল ২৫১৫৭ পয়েন্টে)।

কোন কোন স্টক আজ বৃদ্ধি পাচ্ছে? 
আমেরিকা এবং ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা হওয়ার পরই দ্রুত বাড়তে শুরু করেছে ভারতের শেয়ারবাজার। কয়েকটি স্টক দ্রুত লাফাতে শুরু করেছে। এক্ষেত্রে SBI ২.৫০ শতাংশ, এশিয়ান পেইন্টস ২.৪০ শতাংশ, বেইএল ২.৩৬ শতাংশ, আদানি পোর্টস ২.২০ শতাংশ এবং টাটা স্টিল ১.৯০ শতাংশ বেড়েছে। 

এছাড়া ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৫.৭০ শতাংশ, সেল ৪.৫০ শতাংশ, অশোক লেল্যান্ডের শেয়ার ৪.৩০ শতাংশ বেড়েছে মিডক্যাপ ক্যাটাগোরিতে। ওদিকে আবার লোটাস চকোলেট শেয়ার ১১ শতাংশ, ব়্যালিশের শেয়ার ১১ শতাংশ  বৃদ্ধি পেয়েছে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
  

 

POST A COMMENT
Advertisement