শিরোনামে থাকেন অনন্ত অম্বানি। দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত, রিলায়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নতুন ভূমিকায় থাকবেন। সংস্থার তরফ থেকে একথা ঘোষণা করা হয়। এই নিয়োগ রিলায়েন্সের উত্তরাধিকার পরিকল্পনার অংশ। গত বছর অনন্ত আম্বানি, আকাশ আম্বানি এবং ইশা আম্বানিকে নন- এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়। এবছর নতুন পদ পেলেন অনন্ত।
গত বছর তিন ভাই- বোনের কেউই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ বেতন পাওয়ার যোগ্য ছিলেন না। তাঁরা ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ৪ লক্ষ টাকা সিটিং ফি এবং ৯৭ লক্ষ টাকা কমিশন পেয়েছিলেন। বিজনেস টুডের প্রতিবেদন অনুসারে, রবিবার একটি পোস্টাল ব্যালট নোটিশ জারি করেছে রিলায়েন্স। যেখানে কোম্পানির সমস্ত শেয়ারহোল্ডারদের অনন্ত আম্বানির নতুন ভূমিকায় বেতন সম্পর্কে অবহিত করা হয়েছে।
সেই নোটিশে বলা হয়েছে যে, রিলায়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে অনন্ত বার্ষিক ১০ কোটি থেকে ২০ কোটি টাকার বেতন পাবেন। সেই সঙ্গে লাভ-সংশ্লিষ্ট কমিশন এবং অন্যান্য নির্বাহী ভাতাও পাবেন। নোটিশে বলা হয়েছে যে বেতন, ভাতা এবং সুযোগ-সুবিধা ছাড়াও, অনন্ত, কোম্পানির মুনাফার উপর ভিত্তি করে পারিশ্রমিক পাওয়ার অধিকারী হবেন।
২০২৪ সালের এপ্রিল মাসে অনন্তকে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পদোন্নতি দেওয়া হয় এবং তাঁকে রিলায়েন্সের এনার্জি পোর্টফোলিওর দায়িত্ব দেওয়া হয়। অনন্ত, ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। তিনি জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেইলের বোর্ডেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রিলায়েন্স ফাউন্ডেশন এবং ভান্তরা প্রকল্পের সঙ্গেও যুক্ত। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফোনানো হয়েছে, এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে অনন্তর নিয়োগ কোম্পানির স্বার্থে হবে।
প্রসঙ্গত, ২০২৪-এর ১২ জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি। দুটি গ্র্যান্ড প্রি- ওয়েডিং অনুষ্ঠানের পরে টানা ১১- ১২ দিন ধরে চলেছে বিয়ের অনুষ্ঠান। দক্ষিণ মুম্বইয়ের অল্টমাউন্ড রোডে পৃথিবীর অন্যতম দামি বাড়ি 'অ্যান্টিলিয়া সেজে উঠেছিল প্রায় মাস খানেক আগে থেকেই। আলোর রোশনাই, সাজগোজ- ফ্যাশনের চাকচিক্য, জব্বর খানা- পিনা, ধুমধাম করে নাচ- গান, পুজো, ধর্মীয় অনুষ্ঠান, রীতিনীতি, ঐতিহ্য, সব মিলিয়ে একেবারে রাজকীয় বিয়ের সাক্ষী থেকেছে প্রায় গোটা দুনিয়া। বাড়ির শেষ বিয়ে, ছোট ছেলের জীবনের বিশেষ দিনের জন্যে কোনও খামতি রাখতে চাননি মুকেশ ও নীতা অম্বানি। অনন্ত- রাধিকারবিয়ের অনুষ্ঠানের বাজেট ছিল প্রায় ৫০০০ কোটি টাকার বেশি।