BEML-এর স্টকশেয়ারবাজারে একাধিক স্টক দারুণ রিটার্ন দেয়। আর সেই তালিকায় অবশ্যই নাম আসে ভারত আর্থ মুভার্স লিমিটেড বা BEML-এর। এটি লিডিং ডিফেন্স এবং রেলওয়ে কোম্পানির শেয়ার। আর আগামিদিনে এই শেয়ারের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে ৬০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই এই স্টকটির সম্পর্কে বিশদে জেনে নিন।
কত টাকা হতে পারে টার্গেট?
Elra Securities-এর মতে, সরকারি রেল এবং ডিফেন্স সংস্থার এই শেয়ারটির দাম বৃদ্ধি পেতে পারে ৬০ শতাংশ। তবে এই সংস্থা এর টার্গেট প্রাইস কিছুটাও কমিয়ে দিয়েছে। সংস্থার পক্ষ থেকে এখন ২৭০০ টাকা করে দেওয়া হয়েছে টার্গেট প্রাইস।
তাদের যুক্তি হল, চলতি আর্থিক বছরে বন্দে ভারত ট্রেনের অর্ডারের কাজ শুরু করতে কিছুটা দেরি করে এই সংস্থা। সেই কারণে টার্গেট প্রাইস কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পজিটিভ সিগন্যাল রয়েছে
এলারা ব্রোকারেজ ফার্ম অবশ্য এই সংস্থা নিয়ে পজিটিভ। তাদের পক্ষে জানান হয়েছে, আগামিদিনে BEML-এর লাভ অনেকটাই বাড়তে পারে। ২০২৭ সালের আর্থিক বছরে দুই সংখ্যায় পৌঁছে যেতে পারে লাভের অঙ্ক বলে তারা মনে করছে। কারণ, ইতিমধ্যেই বিরাট অর্ডার পেয়েছে সংস্থা। তাদের কাছে মেট্রো এবং রেলের থেকে ১৬০০০ কোটি টাকার অর্ডার রয়েছে। তাই ২০২৬ সালে ব্রোকারেজ ফার্মের তরফে বাই রেটিং দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, BEML-এর ডিফেন্স রেভিনিউ বাড়তে পারে অনেকটাই। এটা ৭০ থেকে ৮০ শতাংশ বৃদ্ধি পেতে পারে ২০২৬ আর্থিক বছরে বলে জানা গিয়েছে।
কীভাবে এগচ্ছে এই শেয়ার?
শেষ ট্রেডিং ডে-তে গ্রিন জোনে শেষ করে BEML। নিফটি এবং সেনসেক্স দুই জায়গাতেই উপরের দিকে উঠেছে দাম। সেই দিন ১৬৭৩.৯০ টাকায় শুরু করে এই স্টক। তারপর ১.৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৬৯৮-এ শেষ করে। এর মার্কেট ক্যাপ এখন পৌঁছে গিয়েছে ১৪০৩০ কোটি টাকায়। এছাড়া গত ৫ বছরে এটি বিনিয়োগকারীদের ২৭০ শতাংশ রিটার্ন দিয়েছে। তাই আপনার ওয়াচলিস্টে এই স্টকটি রাখতেই পারেন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।