বিহারের ভোটের রেজাল্টে শেয়ারবাজারে প্রভাববিহারের ভোট হয়ে গিয়েছে। এবার এগজিট পোল (EXIT POLL) রেজাল্টের পালা। প্রায় সব এগজিট পোলেই দেখা যাচ্ছে, NDA জোট পুনরায় ক্ষমতায় ফিরছে বিহারে। কিন্তু এগজিট পোল অতীতে একাধিক বার ভুল প্রমাণিত হয়েছে। তাই আসল রেজাল্ট বোঝা যাবে ১৪ নভেম্বরেই।
বিহারের ভোটের রেজাল্ট দেখে শেয়ারবাজারে (Stock Market) জোশ হাই। গত দুদিন ধরেই সেনসেক্স ও নিফটি বাড়ছে। লগ্নিকারীদের ধারণা, বিহারে NDA ক্ষমতায় ফিরলে কেন্দ্রীয় সরকারের অবস্থান আরও মজবুত হবে। আসলে শেয়ারবাজার সব সময়ই রাজনৈতিক স্থিতাবস্থা চায়। যে দলই ক্ষমতায় থাকুক। সরকার স্থায়ী ও মজবুত হলে লগ্নিকারীদের ভরসা বাড়ে।
বিহার নির্বাচন নিয়ে শেয়ারবাজারে কী ভাবনা?
গত ২০ বছরে কয়েকটি বছর বাদ দিলে, বিহারে বেশিরভাগ সময়ই এনডিএ সরকার ক্ষমতায় ছিল। মুখ্যমন্ত্রীও নীতীশ কুমারই ছিলেন। ২০২৪ সালের লোকসভা ভোটের পর জেডিইউ আর লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর ভূমিকা কেন্দ্রীয় রাজনীতিতে অনেক বেড়েছে। তাই বাজারের হিসেব বলছে, যদি বিহারে এনডিএ সহজে সরকার গঠন করে, তাহলে কেন্দ্রেও নীতি নেওয়া সহজ হবে। যার নির্যাস, আজ অর্থাত্ বুধবার নিফটিতে ২০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি দেখা গেছে। বেড়েছে সেনসেক্সও।
বিশেষজ্ঞরা বলছেন, যদি এগজিট পোলের হিসেব মিলে যায়, তাহলে বাজারে আরও ভাল উত্থান হতে পারে। অনেকদিন ধরে বাজার একটা পজিটিভ খবরের অপেক্ষায় ছিল, বিহারের ভোটফলই সেই ট্রিগার হতে পারে।
যদি মহাগঠবন্ধন এগিয়ে যায় তাহলে?
তবে প্রশ্ন হচ্ছে, যদি এনডিএ-র সিট কমে যায়? রিপোর্ট বলছে, যদি বিজেপি আর তার সঙ্গী দলগুলির আসন প্রত্যাশার চেয়ে কম হয়, তাহলে বাজারে সাময়িক একটা ধাক্কা আসতে পারে। এমন হলে নিফটিতে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত পতন হতে পারে। বিদেশি বিনিয়োগকারীরা টাকাও তুলতে পারেন, যার ফলে টাকার দাম একটু কমবে, বাজারও কিছুটা অস্থির হতে পারে।
কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে
সরকারি নীতি নির্ভর সেক্টর,যেমন ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স বা বড় সরকারি প্রজেক্ট, এই ক্ষেত্রগুলিতে চাপ পড়তে পারে। তবে কনজিউমার গুডস বা মাঝারি আকারের কোম্পানির শেয়ারে কিছুটা শক্তি দেখা যেতে পারে।
দেশের অর্থনীতি বা শিল্পের দিক থেকে বিহার খুব বড় ফ্যাক্টর নয়। তাই যদি মহাগঠবন্ধন সরকারও গঠন করে, বাজারে সেই প্রভাব ক’দিনের বেশি থাকবে না। ভারতের অর্থনীতি এখনও মজবুত, শিল্প বাড়ছে, লাভ হচ্ছে, আর দেশীয় বিনিয়োগকারীদের আস্থা এখনো ভাল জায়গায় আছে।
এ ক্ষেত্রে বাজারে অল্প সময়ের জন্য ওঠানামা হতে পারে, কিন্তু সেটা স্থায়ী নয়। অর্থাৎ বিহারে যেই সরকারই হোক না কেন, শেয়ারবাজারে তার প্রভাব থাকবে খুব ক্ষণস্থায়ী।