scorecardresearch
 

Budget 2023 Income Tax : ট্যাক্স কমার সম্ভাবনা বাজেটে, আয়করে বড় বদলের ইঙ্গিত কেন্দ্রের

২০২৩ কেন্দ্রীয় বাজেটে আয়কর কাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। করের বোঝা কমবে বলে খবর। ফলে সুবিধা পাবে সাধারণ মানুষ।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • ২০২৩ কেন্দ্রীয় বাজেটে আয়কর কাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত
  • করের বোঝা কমবে বলে খবর

২০২৩ কেন্দ্রীয় বাজেটে আয়কর কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে। সূত্রের খবর, এই বাজেটে আয়করের বোঝা কমতে পারে সাধারণ মানুষের।  কেন্দ্রীয় সরকার এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বিকল্প কর ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করার জন্য নয়া স্ল্যাব বা কর কাঠামো কেমন হবে তার ব্লুপ্রিন্টও তৈরি করা হচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে। তবে এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালেই ট্যাক্স ফাইলিং প্রক্রিয়া সহজ করার জন্য সরকার বিকল্প আয়কর ব্যবস্থা চালু করেছিল। যদিও সেই কর ব্যবস্থা কম উপার্জনকারী মানুষদের জন্য সুবিধা দেওয়ার ঘোষণা করেছিল। তবে তা জনপ্রিয়তা অর্জন করেনি। কারণ প্রায় ৭০টি মৌলিক ছাড়ের অনুমতি এই আয়কর কাঠামো দেয় না বলে অভিযোগ। অথচ পুরোনো কর ব্যবস্থায় এই সুবিধা পাওয়া যেত। 

আরও পড়ুন : প্যারাসিটামল-সহ ১২৮ টি গুরুত্বপূর্ণ ওষুধের দামে বদল, খরচ বাড়ল মধ্যবিত্তের ?

সরকারি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, 'নতুন আয়কর ব্যবস্থায় ছাড় যে এই ব্যবস্থাকে জটিল করে তুলবে সেই সময় সরকার তা বুঝতে পারেনি।'

যদিও বর্তমানে নাগরিকদের কাছে পুরানো আয়কর ব্যবস্থা বা নতুন ব্যবস্থা বেছে নেওয়ার বিকল্প রয়েছে। নতুন আয়কর ব্যবস্থা কতজন  বেছে নিয়েছেন, তা দেখার জন্য কোনও ডাটাবেস না থাকলেও, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা বলেছেন যে ১০ লাখ টাকার বেশি উপার্জনকারীদের মধ্যে খুব কম লোকই এই ব্যবস্থাকে বেছে নিচ্ছেন।

যদিও নতুন করব্যবস্থা কম কাগজপত্রের সাথে ট্যাক্স ফাইলিং প্রক্রিয়াকে সহজ করেছে। ঠিক সেই কারণেই সরকার বিকল্প কর ব্যবস্থাকে আরও যৌক্তিক করার কথা ভাবতে পারে।
 

Advertisement

Advertisement