Budget 2024 Health Care: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সার্ভিক্যাল ক্যান্সার রোধে টিকাকরণ ও অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে।
এক নজরে দেখে নেওয়া যাক, স্বাস্থ্যক্ষেত্রে কী কী ঘোষণা রয়েছে এবারের বাজেটে।
-- সার্ভিক্যাল ক্যান্সার রোধে বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। আজ অর্থাত্ বৃহস্পতিবার বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন, ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের সার্ভিক্যাল ক্যান্সারের টিকা দেবে কেন্দ্র।
#WATCH | Union Finance Minister Nirmala Sitharaman presents the Union Interim Budget 2024-25.
"...The Indian economy has witnessed a profound positive transformation in the last 10 years, The people of India are looking ahead to the future with hope and optimism. With the… pic.twitter.com/yJUnh3WLzeআরও পড়ুন
— ANI (@ANI) February 1, 2024
--- আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে অঙ্গনওয়াড়ি ও ASHA কর্মীদেরও।
-- ভারতের যাতে আরও পড়ুয়া ডাক্তারি পড়ার সুযোগ পায়, তার জন্য আরও বেশি মেডিক্যাল কলেজ গড়ার পরিকল্পনার কথা জানালেন নির্মলা সীতারামন।
-- দেশের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নে 'সক্ষম অঙ্গনওয়াড়ি' ও পোসণ ২.০ যোজনায় আরও উন্নয়ন করা হবে।
-- কেন্দ্রীয় বাজেট 2023-এ, অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, নতুন নার্সিং কলেজ গড়া হবে। ১৫৭টি সম্প্রতি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজগুলির স সহ-অবস্থিত। ২০৪৭ সালের সালের মধ্যে অ্যানিমিয়া নির্মূল করার একটি মিশনও ঘোষণা করেছিলেন এবং এতে সাত কোটি লোকের স্ক্রিনিং জড়িত থাকবে।