scorecardresearch
 

Budget 2024: বাংলায় চাকরি-কারখানা? কলকাতা-অমৃতসর শিল্প করিডরের ঘোষণায় চমক নির্মলার

পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের ৫ রাজ্যের জন্য শিল্প প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট পেশের সময় 'পূর্বোদয় যোজনা' এই প্রকল্পের ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি অমৃতসর-কলকাতা ইকোনমিক করিডর গড়ে তোলা হবে বলে জানান নির্মলা।

Advertisement
পূর্বোদয় যোজনার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পূর্বোদয় যোজনার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
হাইলাইটস
  • আজ, মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
  • এবারের বাজেট নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে।
  • ওয়াকিবহাল মহল বলছে, এই বাজেটের মূল লক্ষ্য হবে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলা।

পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের ৫ রাজ্যের জন্য শিল্প প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট পেশের সময় 'পূর্বোদয় যোজনা' এই প্রকল্পের ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি অমৃতসর-কলকাতা ইকোনমিক করিডর গড়ে তোলা হবে বলে জানান নির্মলা। তিনি বলেন, এই করিডরের ইন্ডাস্ট্রিয়াল নোড হিসাবে পূর্ব ভারত থেকে গয়াকে তুলে ধরা হবে। এই করিডরে শিল্পের জন্য পরিকাঠামো উন্নয়ন করা হবে।

পূর্বোদয় যোজনা

এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, পাঁচটি রাজ্যের জন্য এই বিশেষ প্রকল্প আনা হবে। পূর্বোদয় যোজনার অধীনে, 
১. বিহার
২. ঝাড়খণ্ড
৩. পশ্চিমবঙ্গ
৪. ওড়িশা
৫. অন্ধ্রপ্রদেশ
এই ৫টি রাজ্য থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই বিশেষ স্কিমের অধীনে থাকছে বাংলাও। 

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, 'এই স্কিমের অধীনে মানব সম্পদ উন্নয়ন, পরিকাঠামো গড়ে তোলা এবং অর্থনৈতিক সুযোগ প্রদানে জোর দেওয়া হবে।'

অর্থাৎ, পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য শিল্প এবং কর্মসংস্থানে জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। 

কলকাতা-অমৃতসর শিল্প করিডর

একই সঙ্গে এদিন কলকাতা-অমৃতসর শিল্প করিডরের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ বাংলা থেকেই পূর্ব ভারতের শিল্প যাত্রার সূচনার ঘোষণা করেন তিনি। 

নির্মলা সীতারামন বলেন, 'আদি যুগে দেশের শিল্পের কেন্দ্রগুলিকে আগামী দিনের আধুনিক শিল্প কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। এর ফলে বিকাশ এবং ঐতিহ্য একযোগে অবস্থান করবে।'

বাজেট ২০২৪-এর লাইভ আপডেটের জন্য ক্লিক করুন এই লিঙ্কে।

Advertisement