Budget 2025 Announcement: ২ কোটি টাকা পর্যন্ত মিলবে লোন, SC/ST মহিলাদের জন্য বাজেটে বড় ঘোষণা

বাজেটে তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলাদের জন্য নয়া ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলা উদ্যোদপতিদের জন্য নয়া ঘোষণা করলেন সীতারামন। ৫ লক্ষ তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। 

Advertisement
২ কোটি টাকা পর্যন্ত মিলবে লোন, SC/ST মহিলাদের জন্য বাজেটে বড় ঘোষণানির্মলা সীতারামন।
হাইলাইটস
  • বাজেটে তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলাদের জন্য নয়া ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
  • তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলা উদ্যোদপতিদের জন্য নয়া ঘোষণা করলেন সীতারামন।
  • ৫ লক্ষ তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। 

Budget 2025:  বাজেটে তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলাদের জন্য নয়া ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলা উদ্যোদপতিদের জন্য নয়া ঘোষণা করলেন সীতারামন। ৫ লক্ষ তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। 


এদিন বাজেট পেশের শুরুতেই সীতারামন বলেন, 'এই বাজেট মধ্যবিত্তদের উপর গুরুত্ব দেওয়া হবে...৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সেদিকে জোর দেওয়া হবে।' তারপরেই বাজেট বক্তৃতায় একের পর এক ঘোষণা করতে শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

আর কী কী ঘোষণা করলেন সীতারামন?

* কিষান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানো হচ্ছে। ৩ লক্ষ টাকা থেকে বাড়িতে ৫ লক্ষ টাকা করা হবে। 

* বিহারে মাখনা বোর্ড তৈরি করা হবে। 

* ধনধান্য যোজনায় ১.৭ কোটি কৃষককে সাহায্য করা হবে।

* মেডিক্যাল কলেজগুলিতে ৫ বছরে ৭৫ হাজার আসন বাড়ানো হবে। 

* নতুন আয়কর বিল  আনা হবে। 

অন্য দিকে, আপডেটেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আপডেটেড ট্যাক্স জমা দেওয়ার সময়সীমা ৪ বছর পর্যন্ত বাড়ানো হচ্ছে। এতদিন এই সময়সীমা ছিল ২ বছর। 

দেশের প্রবীণ নাগরিকদের সুদে ছাড় ঘোষণা করেছেন সীতারামন। টিডিএসে প্রবীণ নাগরিকদের করছাড়ের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। ভাড়ার টিডিএস ৪ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা করা হয়েছে। 

বাজেটে চাকরিজীবীদের জন্য আয়করে বিরাট ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার থেকে বার্ষিক ১২ লক্ষ টাকা আয়ে আর আয়কর দিতে হবে না। নতুন কর কাঠামোয় এই সুবিধা মিলবে। এর ফলে বিরাট উপকৃত হবেন মধ্যবিত্তরা।

Advertisement

POST A COMMENT
Advertisement