উৎসবের মরশুমে আমজনতাকে বিরাট স্বস্তি দিয়েছে কেন্দ্র। GST-র স্ল্যাব বদলের মাধ্যমে একাধিক জিনিসের দাম কমানো হল। তবে এর মাঝেই বেশ কিছু দ্রব্য রয়েছে, যাকে রাখা হয়েছে সর্বোচ্চ GST অর্থাৎ ৪০%-এর তালিকায়। এই তালিকায় কি পড়ছে সিগারেট, পানবিড়ির? দেবীপক্ষেই কার্যকর হবে নয়া দাম। সেক্ষেত্রে কি পুজোর আগেই দামি হবে সিগারেট?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, দেশের পণ্য ও পরিষেবা কর (GST) ব্যবস্থায় বড় পরিবর্তন কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার পরদিন থেকেই। GST 2.0-তে সহজ দুই-স্ল্যাব আনা হয়েছে এবং বহু পণ্যের করহার পরিবর্তন করা হয়েছে।
৪০% বিশেষ স্ল্যাব চাপানো হয়েছে বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যে। নতুন ব্যবস্থায় বিলাসবহুল এবং ক্ষতিকর পণ্যের জন্য একটি বিশেষ ৪০% কর স্ল্যাব তৈরি করা হয়েছে। সব ধরনের এয়ারেটেড ওয়াটার, কার্বনেটেড পানীয়, ক্যাফেইনযুক্ত ড্রিঙ্কস এবং নন-অ্যালকোহলিক বেভারেজ, ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড এখন ৪০% হারে করের আওতায় পড়বে।
এই বাড়তি করযুক্ত দ্রব্যের তালিকাতেই পড়ছে ৩৫০ সিসি-র বেশি ইঞ্জিনের মোটরবাইক। এছাড়াও হেলিকপ্টার ও ইয়ট, বিলাসবহুল গাড়ি এবং ব্যক্তিগত বিমানের উপরও ৪০% কর আরোপ করা হয়েছে। অর্থাৎ বিলাসবহুল যানবাহনের দাম আরও বাড়ল। তবে পানমশলা, সিগারেট, গুটকা, বিড়ি এবং তামাকজাত দ্রব্য আপাতত পুরনো ২৮% হারে করের আওতাতেই থাকবে। এগুলোকে ৪০% স্ল্যাবে আনা হবে তখনই যখন বকেয়া ঋণ ও ক্ষতিপূরণ পরিশোধ সম্পন্ন হবে।
দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে কর হ্রাস করা হয়েছে। আমজনতার খরচ কমাতে অনেক প্রয়োজনীয় জিনিসের উপর কর কমানো হয়েছে। তালিকায় রয়েছে, চুলের তেল, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ ও সাইকেল, এগুলোর উপর এখন মাত্র ৫% GST লাগু হবে। যা আগে ছিল ১৮%। এছাড়াও দুধ, পনির, রুটি, পরোটা, নান ইত্যাদি এখন সম্পূর্ণ করমুক্ত। যা আগে ৫% ছিল। প্যাকেটজাত খাবার যেমন নোনতা, ভুজিয়া, সস, পাস্তা, কর্নফ্লেক্স, মাখন ও ঘি, এগুলো এখন ৫% স্ল্যাবে আনা হয়েছে।
স্বাস্থ্য খাতে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। ৩৩টি জীবনদায়ী ওষুধের উপর থেকে GST সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। যা আগে ছিল ১২%। চশমা ও গগলসের উপর GST ২৮% থেকে কমে মাত্র ৫% করা হয়েছে।
সিমেন্ট ২৮% থেকে কমে এখন ১৮% GST-র আওতায়। ছোট যানবাহন অর্থাৎ ৩৫০ সিসির নীচে মোটরসাইকেল, তিনচাকা গাড়ি ও ছোট গাড়ি এখন ১৮% GST-র আওতায় আসছে। যা আগে ছিল ২৮%-এ। বড় যানবাহন যেমন বাস, ট্রাক ও অ্যাম্বুল্যান্সেও এখন ১৮% GST-র আওতায়। অটো পার্টসের উপর এখন ১৮% GST লাগু থাকবে।