ক্রেডিট কার্ডের চড়া সুদের বিরুদ্ধে পদক্ষেপ ট্রাম্পেরএবার ক্রেডিট কার্ড কোম্পানিগুলির উপর 'এয়ার স্ট্রাইক' করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অত্যধিক সুদের হারের বিরুদ্ধে বড় ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন US প্রেসিডেন্ট।
ট্রাম্পের দাবি, ক্রেডিট কার্ড কোম্পানিগুলিকে আর ২০ থেকে ৩০ শতাংশ বা তার বেশি সুদ নিয়ে আমেরিকান জনসাধারণকে লুট করতে দেওয়া হবে না। ক্রেডিট কার্ডের সুদের হারের উপর সর্বাধিক ১০ শতাংশের সীমা আরোপ করা হবে। এই নিয়ম ২০ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।
জো বাইডেনকে আক্রমণ
ট্রাম্প বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'ঘুমন্ত জো বাইডেন'-এর আমলে এই ক্রেডিট কার্ড কোম্পানিগুলি ২০ থেকে ৩০ শতাংশের চেয়েও বেশি সুদ আদায় শুরু করেছে। সাধারণ মানুষের পকেটের বোঝা কমাতে প্রশাসন বদ্ধ পরিকর বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, আগামী ২০ জানুয়ারি তাঁর প্রশাসনের এক বছর সম্পন্ন হতে চলেছে। এই বিষয়টিকে মাথায় রেখে সাধারণ আমেরিকানদের স্বস্তি দিতে ক্রেডিট কার্ডের ঋণের সুদের হারে ১০ শতাংশের ক্যাপ পরানো হয়েছে। ট্রাম্পের দাবি, আগের সরকারের আমলে ক্রেডিট কার্ড কোম্পানিগুলি রীতিমতো স্বেচ্ছাচার করত। ফলে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ত।
আগেও এমন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প
উল্লেখ্য বিষয় হল, গত কয়েকমাস ধরেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সাধারণ আমেরিকানদের ব্যয়ের বোঝা কমাতে একাধিক পদক্ষেপ নিচ্ছে। এর আগে, মার্কিন সরকার প্রায় ২০০ বিলিয়ন ডলারের বন্ধকী বন্ড কেনার পরিকল্পনা ঘোষণা করেছিল। সরকার দাবি করেছে যে এই পদক্ষেপের ফলে সাধারণ মার্কিন নাগরিকেরা গৃহঋণের হারে স্বস্তি পাবে। কারণ বর্তমানে মার্কিন মুলুকে হোম লোন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।