scorecardresearch
 

DA West Bengal-Cengral Govt : ডিএ-র মোটা টাকা ঢুকবে সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে, আর ক'দিনের অপেক্ষা ?

7th Pay Commission : সরকার প্রতি ছয় মাস অন্তর ডিএ বাড়িয়ে থাকে। এখন কর্মচারিরা তাঁদের বকেয়া ডিএ পাওয়ার অপেক্ষা করছেন। আর সেই ঘোষণা খুব শীঘ্রই হতে পারে। পকেটে মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • ডিএ (Dearness Allowance) নিয়ে বড় খবর পেতে পারেন সরকারি কর্মীরা
  • খুব শিগগিরই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে

ডিএ (Dearness Allowance) নিয়ে বড় খবর পেতে পারেন সরকারি কর্মীরা। খুব শিগগিরই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। এমনটাই মনে করা হচ্ছে। এই নিয়ে দ্রুত সিদ্ধান্তও ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, ১৮ মাসের ডিএ বকেয়া পরিশোধের বিষয়ে সরকার বড় সিদ্ধান্ত নিতে পারে। ডিএ বাড়ানোর পর পরই সরকার বকেয়া ডিএ পরিশোধ করতে পারে। করোনার সময়, সরকার কেন্দ্রীয় কর্মচারিদের ১৮ মাসের ডিএ (Central Govt DA) আটকে রেখেছিল। কর্মচারীরা সেই বকেয়া ডিএ (Arrears of da of central govt employees) পাওয়ার দাবি করে আসছিলেন। 

আরও পড়ুন : ডিএ নিয়ে আপডেট, আজই সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা?

জানুয়ারী ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত কেন্দ্রীয় কর্মীদের DA বকেয়া রয়েছে। খবরে প্রকাশ, সরকারি কর্মীরা তাঁদের বেতন ব্যান্ড অনুযায়ী ডিএ বকেয়ার টাকা পাবেন। মহার্ঘ ভাতা (DA) সরকারি কর্মচারিদের বেতন কাঠামোর একটি অংশ। সরকার এটি সরকারি  কর্মচারিদের পাশাপাশি পেনশনভোগীদেরও দেয়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বকেয়া ডিএ প্রদানের বিষয়ে অর্থ মন্ত্রকের সঙ্গে জাতীয় কাউন্সিলের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বা সরকারিভাবে এই বিষয়ে কিছু বলা হয়নি। তবে সরকার যদি বকেয়া ডিএ দিতে রাজি হয়, তাহলে কর্মচারিদের অ্যাকাউন্টে বিপুল টাকা চলে আসবে।

আরও পড়ুন :  অন্য মেয়েদের প্রতি আসক্তি, বাবাকে খুন করে ফ্রিজে দেহ রাখল মা-ছেলে

এর আগে সেপ্টেম্বরে ডিএ বাড়ানো হয়েছিল। সরকার প্রতি ছয় মাস অন্তর ডিএ বাড়িয়ে থাকে। সেপ্টেম্বর মাসে, সরকার কর্মীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করেছিল। এখন তাঁরা ৩৮ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। এখন কর্মচারিরা তাঁদের বকেয়া ডিএ পাওয়ার অপেক্ষা করছেন।

Advertisement

 সরকার কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিলে দুই লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। লেভেল-১ কর্মীদের ডিএ বকেয়া ১১,৮৮০ টাকা থেকে ৩৭,৫৫৪ টাকা পর্যন্ত। লেভেল-১৩ কর্মীদের ১ লাখ ২৩ হাজার থেকে ২ লাখ ১৫ হাজার টাকা বকেয়া পেতে পারেন। 

একইভাবে, আশা করা হচ্ছে লেভেল-১৪ কর্মচারিরা DA বকেয়া হিসাবে ১ লাখ ৪৪ হাজার টাকা থেকে ২ লাখ ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। 


 

Advertisement