scorecardresearch
 

DA Difference Central and Bengal : কেন্দ্রের থেকে রাজ্যের কর্মীরা ডিএ কম পান লাখেরও বেশি টাকা, রইল হিসেব

কেন্দ্রীয় সরকার ডিএ (Dearness Allowance) ঘোষণা করেছে সরকারি কর্মীদের জন্য। ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। এখন তাঁদের ডিএ বেড়ে হল ৪৬ শতাংশ। এদিকে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পান ৬ শতাংশ। অর্থাৎ কেন্দ্রের সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মী-শিক্ষকদের ডিএ-র ফারাক বেড়ে দাঁড়াল ৪০ শতাংশ।

Advertisement
ডিএ ডিএ
হাইলাইটস
  • কেন্দ্রীয় সরকার ডিএ (Dearness Allowance) ঘোষণা করেছে সরকারি কর্মীদের জন্য
  • ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
  • এখন ডিএ-র ফারাক কত হল কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ?

কেন্দ্রীয় সরকার ডিএ (Dearness Allowance) ঘোষণা করেছে সরকারি কর্মীদের জন্য। ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। এখন তাঁদের ডিএ বেড়ে হল ৪৬ শতাংশ। এদিকে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পান ৬ শতাংশ।  অর্থাৎ কেন্দ্রের সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মী-শিক্ষকদের ডিএ-র ফারাক বেড়ে দাঁড়াল ৪০ শতাংশ। 

যদিও রাজ্যের সরকারি কর্মীদের দাবি, তাঁদেরও AICPI মেনে মহার্ঘ ভাতা দিতে হবে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। আন্দোলনও করছেন সরকারি কর্মীরা। তবে সেই আন্দোলনের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ বাড়াননি রাজ্যের সরকারি কর্মীদের। 

কেন্দ্রের কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র ফারাক কত ? 

আরও পড়ুন

অনেক রাজ্যে সরকারি কর্মীর মনে প্রশ্ন, তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে কত টাকা ডিএ কম পাচ্ছেন। আসুন দেখে নিই সেই হিসেব। 

গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে

২০১৬ সালে এই রাজ্যের কোনও গ্রুপ ডি-র কর্মীর এন্ট্রি পয়েন্ট ছিল ১৭ হাজার টাকা। ২০২৩ সাল পর্যন্ত ইনক্রিমেন্ট হয়ে তাঁদের বেতন দাঁড়ায় ২১ হাজারের সামান্য বেশি টাকা। রাজ্যের কর্মীদের AICPI অনুযায়ী ডিএ-র ফারাক ৪০ শতাংশ। অর্থাৎ ২১ হাজার  ৪০ শতাংশ অর্থাৎ মাসে ৮ হাজার ৪০০ টাকা। তাহলে বছরের হিসেবে ১ লাখেরও বেশি টাকা। 

গ্রুপ সি কর্মীদের হিসেব

 ২০১৬ সালে গ্রুপ C-র কর্মী হিসেবে যিনি কাজে যোগ দিয়েছেন তাঁর এন্ট্রি পয়েন্ট ছিল ২২ হাজার ৭০০ টাকা। ২০২২ সাল পর্যন্ত তাঁদের ইনক্রিমেন্ট হয়ে বেতন দাঁড়িয়েছে ২৭ হাজার ১০০ টাকা। ৪০ শতাংশ ফারাক অর্থাৎ মাসে ১০ হাজার ৮৪০  টাকা। বছরে অঙ্কটা হল ১ লাখ ৩০ হাজার টাকার মতো।

আপার ডিভিশন ক্লাকদের হিসেব

২০১৬ সালে আপার ডিভিশনের কোনও ক্লাকের বেতন যদি ২৮৯০০ টাকা থেকে থাকে তাহলে তিনি ২০২২ সালে ইনক্রিমেন্ট হওয়ার পর বেতন পান প্রায় ৩৪ হাজার ৫০০ টাকা। সেই হিসেবে মাসে তিনি ডিএ কম পাচ্ছেন প্রায় ১৩ হাজার ৮০০ টাকা। বার্ষিক ১ লাখ ৬৫ হাজারেরও বেশি টাকা। 

Advertisement

এদিকে এই ডিএ বৃদ্ধির ফলে এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়ে গেল। ধরা যাক, এক জন কর্মী যদি ৩৬,৫০০ টাকা মাসিক বেতন পান তবে ৪২ শতাংশ হারে তাঁর ডিএ প্রাপ্তি হয় ১৫,৩৩০ টাকা। সেটা বেড়ে হবে ১৬,৪২৫ টাকা। অর্থাৎ বছরে তিনি বছরে পাবেন প্রায় দু লাখ টাকা বেশি। 

উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই ডিএ কার্যকর হবে চলতি বছরের জুলাই মাস থেকে। অর্থাৎ বকেয়া সহ অক্টোবরে মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে। 

 

Advertisement