scorecardresearch
 

Share Market Jumps: Infosys-এর লগ্নিকারীরা মালামাল, মাত্র এক সপ্তাহে কামিয়ে ফেললেন কোটি কোটি টাকা

Share Market Jumps: গত এক সপ্তাহে আইটি সেক্টরের লগ্নিকারীরা কোটিকোটি টাকা কামিয়ে নিয়েছেন। ইনফোসিস তার শীর্ষে। এছাড়া টিসিএস, রিলায়েন্স সহ আরও বহু কোম্পানি লাভের গুড় খেয়েছে। শুধু শেয়ার পড়েছে এইচডিএফসির।

Advertisement
আইটি সেক্টরে লগ্নিকারীরা মালামাল আইটি সেক্টরে লগ্নিকারীরা মালামাল
হাইলাইটস
  • আইটি সেক্টরের লগ্নিকারীদের লটারি
  • ১০ শীর্ষ কোম্পানির মধ্যে ৮ টির শেয়ারে উত্থান
  • পড়ল শুধু এইচডিএফসির শেয়ার

গত সপ্তাহে বিএসঅর (BSE)  লিস্টের শীর্ষ ১০ কোম্পানির আট মধ্যে ৮ টি market capitalization (Market Cap) ৯৮ হাজার ২৩৫ কোটি টাকা বেড়েছে। এই সময়ের মধ্যে বড় গেনার হয়েছে আইটি সেক্টর (IT Sector) এর সবচেয়ে বড় কোম্পানি ইনফোসিসের শেয়ার হোল্ডাররা। তারা ২৮ হাজার কোটি টাকার বেশি কামিয়েছেন।

ইনফোসিস-টিসিএস এর জোরদার লাভ

জোরদার ফায়দা সেন্সেক্সের (Sensex) আইটি সেক্টরের প্রমুখ কোম্পানিগুলি মধ্যে ইনফোসিস এর সঙ্গে টাটা গ্রুপ-এর (Tata Group) মার্কেট ক্যাপ এর জোরদার লাভ আদায় করে নিয়েছে। এটি আরও একদিকে যেখানে ইনফোসিয়েশনের মার্কেট ক্যাপিটারেশন ২৮,১৭০,০২ কোটি টাকা বেড়ে ৬,৮০,১৮২. ৯৩ কোটি টাকা হয়ে গিয়েছে সেখানে টাটা ক্যাপিটালসের (TCS) কনসালটেন্সি সার্ভিসেস ২৩৫৮২.৫৮ কোটি টাকা বেড়েছে এই বৃদ্ধির সঙ্গে টিসিএস এর মার্কেট ক্যাপ ১২ লক্ষ ৩১ হাজার ৩৬২.২৬ কোটি টাকা তে পৌঁছে গিয়েছে।

কোন কোম্পানিগুলির পতন?

গত সপ্তাহে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সেন্সেক্স ইনডেক্স ৮১৭.৬৮ অংক ছিল যা ১.৪২ শতাংশ বেড়েছে। শীর্ষ ১০ কোম্পানির মধ্যে যেখানে আটটি কোম্পানি দ্রুততার সঙ্গে উত্থান পরিলক্ষিত হয়েছে, সেখানে অন্যদিকে এইচডিএফসি (HDFC) এবং এইচডিএফসি (HDFC Bank) ব্যাংক এর মতো কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশনে পতন হয়েছে। গত সপ্তাহে হিসেবে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড (RIL) গত সপ্তাহের টপে ছিল। এর পর এই যথাক্রমে টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, হাল, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, বাজাজ ফিনান্স, এলআইসি এবং এইচডিএফসি ছিল।

রিলায়েন্সে লগ্নিকারীদের লাভ-ই লাভ

সেন্সেক্সের ফায়দাতে থাকা কোম্পানিদের মধ্যে তৃতীয় নম্বরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর নাম আসছে। কোম্পানির মার্কেট ক্যাপ ১৭,৪৮২১ কোটি টাকা বেড়ে ১৭ লক্ষ ১৪ হাজার ২৫৬.৩ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। এরপরে আইসিআইসিআই ব্যাংকের মার্কেট ক্যাপিটালাইজেশন ১৩৮৬১.৩২ কোটি টাকা বেড়ে ৫ লক্ষ ৮৩,২৬১.৭৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। যেখানে ভারতীয় জীবন বিমানে এলআইসির ৬০০৮.৭৫ কোটি টাকা বেড়ে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৪৮.৭২ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে।

Advertisement

এই কোম্পানিগুলিও লাভে রয়েছে

Top-10 এ শামিল বাজাজ ফিনান্স এর মার্কেট ভ্যালু ৫,৭০৯.২ কোটি টাকা বেড়ে ৪ লক্ষ ৪২ হাজার ১৫৭.৮ কোটি টাকা হয়ে গিয়েছে সেখানে স্টেট ব্যাংকের মার্কেট ক্যাপ এর ২,১৮৬,৫৩ কোটি টাকা বেড়ে ৪ লক্ষ ৭৩ হাজার ৫৮৪.৫২ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। এ ছাড়া হিন্দুস্তান ইউনিভার লিমিটেড এইচওএল-এর বাজার এর পুঁজি ১,৬৬৮,২১.২১ কোটি টাকা বেড়ে ৬,২১,২২০,১৮ কোটি টাকা হয়ে গিয়েছে।

HDFC-র মার্কেট ক্যাপে পতন

এই ১ সপ্তাহের মধ্যে বিএসসির এইচডিএফসি লিঃ মার্কেট ৪ হাজার ৫৯৯.৬৮ কোটি টাকা পড়ে গিয়ে ৪ লক্ষ ২৭ হাজার ৭৯.৯৭ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। এর সঙ্গে এসডিএফসি ব্যাংকের বাজার ভ্যালুতেও ঘাটতি দেখা দিয়েছে। ৪৩৯০,৭৩ কোটি টাকা পড়ে ৭ লক্ষ ৯২ হাজার৬০ দশমিক ৪৫ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে।

 

Advertisement