scorecardresearch
 

EPFO Higher Pension: বেশি পেনশন পাবেন বেসরকারি কর্মীরা, জানুন ঘরে বসেই অনলাইন আবেদনের পদ্ধতি

অতিসম্প্রতি অধীনে বর্ধিত পেনশনের জন্য আবেদন করার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। বেশি পেনশনের সুবিধা বেছে নেওয়ার জন্য নিয়োগকর্তাদের সঙ্গে যৌথভাবে আবেদন করা যাচ্ছে। এই স্কিমের জন্য যোগ্যতা থাকা সদস্যরা ৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারতেন। তা বাড়িয়ে করা হয়েছে ৩ মে।

Advertisement
EPFO Higher Pension Scheme: EPFO Higher Pension Scheme:
হাইলাইটস
  • বেশি পেনশন চাইলে আবেদন করুন।
  • নীচে রইল আবেদনের প্রক্রিয়া।

কর্মচারীদের জন্য বেশি পেনশনের সুযোগ করে দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। অতিসম্প্রতি অধীনে বর্ধিত পেনশনের জন্য আবেদন করার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। বেশি পেনশনের সুবিধা বেছে নেওয়ার জন্য নিয়োগকর্তাদের সঙ্গে যৌথভাবে আবেদন করা যাচ্ছে। এই স্কিমের জন্য যোগ্যতা থাকা সদস্যরা ৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারতেন। তা বাড়িয়ে করা হয়েছে ৩ মে। পিএফের সদস্যরা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন।  ইতিমধ্যেই URL চালু হয়ে গিয়েছে। আগামী ৩ মে পর্যন্ত অতিরিক্ত পেনশনের সুবিধা বেছে নেওয়ার সুযোগ পাবেন। কীভাবে আবেদন করবেন?

পিএফের পোর্টালে গিয়ে আবেদন করলে নতুন বিকল্পে বাড়বে গ্রাহকদের পেনশন। তবে অনেকেই জানেন না কীভাবে আবেদন করবেন, তাঁদের জন্য রইল মুশকিল আসান। এর জন্য শুরুতেই যেতে হবে e-Sewa পোর্টালে- https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/।  সেখানে গিয়ে ক্লিক করতে হবে 'Pension on Higher Salary: Exercise of Joint Option under para 11(3) and para 11(4) of EPS-1995 on or before 3rd May 2023'- বিকল্পটি।    

শুরুতেই যেতে হবে E-Sewa পোর্টালে
শুরুতেই যেতে হবে E-Sewa পোর্টালে

এই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে। এই নতুন পেজে আপনি দু'টি বিকল্প দেখতে পাবেন। এর মধ্যে দ্বিতীয় বিকল্পটি 'Application form for joint options'-এর। এখানে লেখা থাকে-'Joint options under erstwhile para 11 (3) and para 11 (4) of EPS 1995 for employees who were in service prior to 1st September 2014 and continued to the in service on or after 01.09.2014 but could not exercise joint option under erstwhile provision to par' 

দ্বিতীয় বিকল্প নির্বাচন।
দ্বিতীয় বিকল্প নির্বাচন।

এরপর আপনার স্ক্রিনে একটি নতুন হোম পেজ খুলে যাবে। বাম দিকের অপশনে ক্লিক করুন।

Advertisement
বাম দিকে অপশনে ক্লিক করুন
বাম দিকে অপশনে ক্লিক করুন

এবার আপনার UAN, আধার নম্বর, জন্ম তারিখ এবং আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর, ক্যাপচা কোড লিখতে হবে। এই ফর্মটি পূরণ করার সঙ্গে সঙ্গে পাবেন Get OTP অপশন। তাতে ক্লিক করতে হবে। এর পরে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেই ওটিপি দিন নির্দিষ্ট জায়গায়। আপনার আবেদন শেষ। 

চলে আসবে ওটিপি।
এবার চলে আসবে ওটিপি।

EPFO একটি নির্দেশিকায় ​​জানিয়েছে, বেশি পেনশন পাওয়ার জন্য আবেদন করার শেষ সময় ৩ মে। 

আরও পড়ুন- ৪৩ বছরের সর্বনিম্নে পিএফে সুদের হার, এ বছর আরও কমছে?

Advertisement