scorecardresearch
 

EPFO Hikes PF Interest Rate: EPFO-এ বাড়ল সুদের হার, হাতে মাইনে কম আসতে পারে?

EPFO Hikes PF Interest Rate: এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ২০২২-২০২৩-এর জন্য এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ডে (EPF) জমা করা আমানতের উপর ৮.১৫ শতাংশ হারে সুদ নির্ধারণ করেছে। এই সুদের হার বাড়ানোর ফলে হাতে পাওয়া মাস-মাইনে কমবে না বাড়বে? জেনে নিন...

Advertisement
EPFO প্রভিডেন্ট ফান্ডে জমা করা আমানতের উপর ৮.১৫ শতাংশ হারে সুদ নির্ধারণ করেছে। EPFO প্রভিডেন্ট ফান্ডে জমা করা আমানতের উপর ৮.১৫ শতাংশ হারে সুদ নির্ধারণ করেছে।
হাইলাইটস
  • EPFO প্রভিডেন্ট ফান্ডে জমা করা আমানতের উপর ৮.১৫ শতাংশ হারে সুদ নির্ধারণ করেছে।
  • এই সিদ্ধান্তের ফলে এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) প্রায় ৬ কোটি গ্রাহক তাদের জমা টাকার উপর বাড়তি সুদ পেতে চলেছে।

EPFO Hikes PF Interest Rate: মঙ্গলবার অনুষ্ঠিত তার গুরুত্বপূর্ণ সভায়, PF-S সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে EPFO। এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ২০২২-২০২৩-এর জন্য এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ডে (EPF) জমা করা আমানতের উপর ৮.১৫ শতাংশ হারে সুদ নির্ধারণ করেছে।

এই সিদ্ধান্তের ফলে এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) প্রায় ৬ কোটি গ্রাহক তাদের জমা টাকার উপর বাড়তি সুদ পেতে চলেছে। ২০২২-২০২৩-এর জন্য EPF আমানতের সুদের হার CBT-এর সিদ্ধান্তের পরে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে। সরকারি অনুমোদনের পর, ২০২২-২০২৩-এর জন্য EPF-এর সুদের হার প্রায় ৬ কোটি EPFO গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে।

আরও পড়ুন: ৬ কোটি মানুষের জন্য বড় উপহার, PF-এ বাড়ল সুদের হার; কত টাকা পাবেন ?

এই ঘোষণা সামনে আসার পর অনেকের মনেই একটা প্রশ্ন জাগছে যে, এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদের হার বাড়ানোর ফলে হাতে পাওয়া মাস-মাইনে কমবে না বাড়বে? আসলে অনেকেরই এটা মনে হচ্ছে যে, সুদের হার বৃদ্ধির ফলে হয়তো ‘টেক হোম স্যালারি’ বাড়তে পারে। বাস্তবে ঠিক কী হতে চলেছে, জানালেন বিশেষজ্ঞ শৌভিক বড়াল (চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট)।

Souvik Baral

শৌভিকবাবু বলেন, “এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদের হার বাড়ানোর ফলে বেতনভোগীদের প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার পরিমাণ বাড়বে। তবে ‘টেক হোম স্যালারি’ বা হাতে পাওয়া মাসিক বেতনের অঙ্ক কমবেও না বাড়বেও না।”

গতবার সুদের হার কমানো হয়েছিল। ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়। এই সুদের হার গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১৯৭৭-'৭৮ সালে EPFO ৮ শতাংশ সুদ দিয়েছিল। তারপর থেকে সুদের হার ৮.২৫ শতাংশ বা তার বেশি ছিল। বর্তমানে PF-এ বাড়তি সুদ দেওয়ার প্রক্রিয়া চলছে। শীঘ্রই সুদের বাড়তি টাকা PF সদস্যদের অ্যাকাউন্টে পাঠানো হবে।

Advertisement

Advertisement