ফাইল ছবি বন্ধন ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর। FD-তে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক। ইতিমধ্যেই এই নয়া সুদের হার কার্যকর হয়েছে। এই সুদের হার ২ কোটি টাকা পর্যন্ত খুচরো আমানতের জন্য প্রযোজ্য৷ ৮ শতাংশ পর্যন্ত FD-তে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক।
নতুন সুদের হার প্রকাশের পর ৬০০ দিনের আমানতে বর্তমান সুদহার ৭.৫ শতাংশ। তবে প্রবীণ নাগরিকরা সুবিধা পাবেন আরও। তাঁদের ৫০ বেসিস পয়েন্ট বেশি লাভ পাবেন। অর্থাৎ, ৬০০ দিনের আমানতে তাঁরা পাবেন ৮ শতাংশ সুদ।
আরও পড়ুন : ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে বড় খবর, কীভাবে-কবে থেকে পাবেন সরকারি কর্মীরা?
আবার ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ৭৫ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। ৭ দিন থেকে ৩০ দিনের FD-তে সাধারণ নাগরিকরা পাবেন ৩ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৩.৭৫ শতাংশ।
তবে উল্লেখ্য, যে সুদের হারের কথা বলা হয়েছে তা কেবল ভারতী প্রবীণ নাগরিকদের জন্য প্রযোজ্য। এনআরআইদের ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ সিনিয়র সিটিজেন রেট পেতে হলে বয়সের প্রমাণপত্রও জমা দিতে হবে।
স্থায়ী আমানতের উপর অর্জিত সুদ আয়কর আইন অনুসারে হবে। যদি কেউ ইনকাম ট্যাক্স প্যান নম্বর জমা না দেন, তাহলে উচ্চ হারে টিডিএস কাটা হবে।
আবার যদি কেউ মেয়াদের আগেই প্রত্যাহার করতে চান, তাহলে তাদের ১ শতাংশের পেনাল সুদের হার দিতে হব। যা রেট কার্ডে প্রযোজ্য হবে।