Muhurat Trading top Stocks: আজ মুহুরত ট্রেডিংয়ে মালামাল করবে এই ৫ স্টক, ৪১ শতাংশ রিটার্ন মিলতে পারে

শুভ মহুরত ট্রেডিংয়ের জন্য সেরা কিছু স্টকের নাম সামনে এনেছে Vertex Broking। তাদের তরফ থেকে দেওয়া হয়েছে কিছু রেকমেন্ডেশনে। নিজে স্টকগুলি নিয়ে রিসার্চ করার পর পোর্টফোলিওতে অ্যাড করতেই পারেন।

Advertisement
আজ মুহুরত ট্রেডিংয়ে মালামাল করবে এই ৫ স্টক, ৪১ শতাংশ রিটার্ন মিলতে পারে আজ মালামাল করবে কোন কোন স্টক?
হাইলাইটস
  • মহুরত ট্রেডিংয়ের জন্য সেরা কিছু স্টকের নাম সামনে এনেছে Vertex Broking
  • তাদের তরফ থেকে দেওয়া হয়েছে কিছু রেকমেন্ডেশন
  • নিজে স্টকগুলি নিয়ে রিসার্চ করার পর পোর্টফোলিওতে অ্যাড করতেই পারেন

সারা দেশে ২০ অক্টোবর পালিত হয়েছে দীপাবলি। তবে স্টক মার্কেট সে দিন ফুল ওয়ার্ক মোডে ছিল। তাই আজ তারা দীপাবলি পালন করবে। যেই কারণে মঙ্গলবার সারাদিনে মাত্র ১ ঘণ্টা খোলা থাকবে শেয়ার মার্কেট। দুপুর ১টা ৪৫ থেকে ২টো ৪৫ পর্যন্ত চলবে ট্রেডিং। আর এ দিন যাঁরা শেয়ার কিনবেন, তাঁরা অনেক দিন পর্যন্ত সেটা হোল্ড করবেন বলেই ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

আর শুভ মহুরত ট্রেডিংয়ের জন্য সেরা কিছু স্টকের নাম সামনে এনেছে Vertex Broking। তাদের তরফ থেকে দেওয়া হয়েছে কিছু রেকমেন্ডেশন। নিজে স্টকগুলি নিয়ে রিসার্চ করার পর পোর্টফোলিওতে অ্যাড করতেই পারেন।

এই ব্রোকারেজ জানিয়েছে, অভ্যন্তরীণ চাহিদার উপর দাঁড়িয়ে ভারতের মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে। তাই এই শুভ মুহুরত ট্রেডিং সেশনে এই স্টকগুলি কিনলে আদতে লাভই হবে।

Adani Ports and Special Economic Zone

এই ব্রোকারেজ সংস্থার প্রথম পিক হল আদানি পোর্টস। পোর্ট সেক্টরের এটি সেরা শেয়ার। এর প্রায় ২৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। আর এই স্টকটির ১৮ শতাংশ (second quarter of FY2025) ইয়ার অ্যান্ড ইয়ার গ্রোথ রয়েছে কার্গো ভলিউমে। এই শেয়ারটিকে নির্বাচন করেছে ব্রোকারেজ ফার্ম। তাদের তরফে ১৮০০ টাকা টার্গেট দেওয়া হয়েছে। ২২ শতাংশ বাড়তে পারে দাম।

Waaree Energies

এই ব্রোকারেজ সংস্থার আরও একটা চয়েস হল Waaree Energies। এটি ভারতের সর্ববৃহৎ solar PV module manufacturer। বর্তমানে এর ১২ গিগাওয়াটের ক্যাপাসিটি রয়েছে।

বোকারেজ সংস্থা জানাচ্ছে, ভারতের রিনিউবল এনার্জি সেক্টরের বিরাট বড় নাম এই সংস্থা। শুধু তাই নয়, ২০৩০ সালের মধ্যে ইন্ডিয়ার টার্গেট রয়েছে ৫০০ গিগাওয়াট রিনিউবল এনার্জি তৈরি করার। আর সেই কারণেই বাড়তে পারে Waaree Energies-এর শেয়ারের দাম। এর টার্গেট দেওয়া হয়েছে ৪৩১০ টাকা। আজকের দামের থেকে ২২ শতাংশ বেশি।

Hindustan Aeronautics

এই সংস্থা নিয়েও আশাবাদী সংস্থা। এর টার্গেট প্রাইস দেওয়া হয়েছে ৬৪৭০ টাকা। আজকের দামের থেকে যেটা ৩৩ শতাংশ বেশি।

Advertisement

ব্রোকারেজের মতে, কিছুদিন ধরেই HAL দারুণ পারফর্ম করছে। এর অর্ডার বুক ভরে রয়েছে ১.৮৯ লক্ষ কোটি টাকা। তেজস হেলিকপ্টারও রপ্তানি করার কথা চলছে। সেই কারণেই স্টকের দাম বাড়তে পারে বলে মনে করছে বোকারেজ ফার্ম।

Coforge

এই সংস্থা দীর্ঘদিন ধরেই দারুণভাবে এগিয়ে যাচ্ছে। যার প্রতিফলন পড়তে পারে শেয়ারের দামে। এখন যা দাম, তার থেকে ৪১ শতাংশ বাড়তে পারে দাম। এর টার্গেট প্রাইস ২৫৪১ টাকা।

BlackBuck

ভারতের অন্যতল বড় লেন্ডিং সংস্থা হিসাবে নিজের জায়গা বানিয়েছে BlackBuck। তাই বোকারেজ ফার্মের তরফ থেকে এর ৪০ শতাংশ আপসাইডের আশা রয়েছে বলে জানান হয়েছে। এর দাম পৌঁছে যেতে পারে ৯৭৪ টাকায়।

(বিদ্র: এখানে ব্রোকারেজ সংস্থার মতামত দেওয়া হয়েছে। স্টক কেনার আগে নিজে রিসার্চ করুন বা বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাংলা.আজতক.ইন-এর কোনও দায় নেই।)

POST A COMMENT
Advertisement