নতুন বছরের আগে বিশাল ঘোষণা। এবার থেকে ৫০০ টাকায় রান্নার গ্যাস পাবেন গ্রাহকেরা। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেশি। এই অভিযোগ করে থাকে সাধারণ মানুষ। মূলত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে এবার ১,০৫০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হয় সাধারণ মানুষকে। তবে এবার থেকে ৫০০ টাকায় রান্নার গ্যাস পাবেন গ্রাহকেরা ৷
এই ঘোষণা করেছে রাজস্থানের গেহলট সরকার। সেই রাজ্যের সরকার ঘোষণা করেছে, তারা এক বছরে ১২টি সিলিন্ডার দেবে। এবং সিলিন্ডার প্রতি মাত্র ৫০০ টাকা দিতে হবে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্বভাবতই খুশি সাধারণ মানুষ।
আরও পড়ুন : জানুয়ারির শুরুতেই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা? বড় আপডেট
এই প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবস্থা খারাপ। তাই আগামী বছরের ১ এপ্রিল থেকে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে মাত্র ৫০০ টাকাযর বিনিময়ে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এর আওতায় বছরে ১২টি গ্যাস সিলিন্ডার পাবে সেই পরিবারগুলি।
राजस्थान में BPL और उज्ज्वला योजना के अंतर्गत आने वाले लोगों को 1 अप्रैल से '500 रुपए' में मिलेगा रसोई गैस सिलेंडर।
— Congress (@INCIndia) December 19, 2022
मुख्यमंत्री, श्री @ashokgehlot51 की बड़ी घोषणा।#AlwarBoleBharatJodo pic.twitter.com/aD56DWwxo1
গেহলটের সংযোজন, 'আমাদের সরকারের লক্ষ্য ও অগ্রাধিকার হচ্ছে কেউ যেন সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়।' ট্যুইটারে তিনি লিখেছেন, 'রাজ্য সরকার দরিদ্রদের সর্বাধিক ত্রাণ দেওয়ার জন্য ক্রমাগত জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিচ্ছে। তারই পরিকল্পনা অনুযায়ী, রাজ্য সরকার দরিদ্রদের সস্তায় সিলিন্ডার দেওয়ার পরিকল্পনা নিয়েছে।'
রাজস্থান সরকারের তরফে আরও বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা করা হবে। সেই মোতাবেক তা বাস্তবায়িত হবে। একই সঙ্গে দরিদ্রদের রান্নাঘরের সরঞ্জাম দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। নির্বাচের আগে অশোক গেহলট ও শচিন পাইলটের লড়াই চিন্তায় রেখেছে কংগ্রেসকে। এই পরিস্থিতিতে নিজের পাল্লা ভারী রাখতে গেহলট এই ঘোষণা করলেন বলে মনে করা হচ্ছে।