scorecardresearch
 

Global Recession 2022: বিশ্বমন্দার কালো মেঘ ভারতের আকাশেও? ৩ পরিসংখ্যানে ইঙ্গিত

Global Recession 2022: কেন্দ্রীয় সরকার বারবার দাবি করছে, বিশ্বমন্দার (World Depression) প্রভাব ভারতে পড়েনি। কিন্তু পরিসংখ্যান বলছে, ভারতও মন্দার ধারেকাছে পৌঁছে গিয়েছে। ভারতের তিন পরিসংখ্যান তেমনই ইঙ্গিত স্পষ্ট করছে। 

Advertisement
ফাইল ছবি -- পিটিআই ফাইল ছবি -- পিটিআই
হাইলাইটস
  • ডলারের সাপেক্ষে টাকার দামে ব্যাপক পতন
  • শেয়ারবাজারে হাহাকার
  • ভারত সহ দুনিয়াজুড়ে ছাঁটাই

বিশ্বজুড়ে তীব্র আর্থিক মন্দার (Global Recession 2022) কালো মেঘ ঘনাচ্ছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে মন্দার মেঘ দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, ভারতও বিশ্বমন্দার কোপ (Recession in India) থেকে বাদ যায়নি। কেন্দ্রীয় সরকার বারবার দাবি করছে, বিশ্বমন্দার (World Depression) প্রভাব ভারতে পড়েনি। কিন্তু পরিসংখ্যান বলছে, ভারতও মন্দার ধারেকাছে পৌঁছে গিয়েছে। ভারতের তিন পরিসংখ্যান তেমনই ইঙ্গিত স্পষ্ট করছে। 

১. ডলারের সাপেক্ষে টাকার দামে ব্যাপক পতন

সোমবার মার্কিন ডলারের (Dollar vs Rupee) সাপেক্ষে টাকার দাম রেকর্ড পতন ঘটেছে। ১ ডলারের দাম প্রায় ৮২ টাকা ছুঁতে চলেছে। গত ৭ মাসে টাকার দাম এটাই সর্বনিম্ন। ২০২২ সালে দেখা যাচ্ছে, ভারতীয় মুদ্রার অবস্থা শোচনীয়। এখনও পর্যন্ত ডলারের সাপেক্ষে টাকার দাম ১০ শতাংশ পড়ে গিয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব সাধারণ মানুষের পকেটে পড়ছে। কারণ মুদ্রাস্ফীতির হার ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রের দাম বাড়ছে লাফিয়ে।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

২. শেয়ারবাজারে হাহাকার

মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক (US Federal Reserve Bank) সুদের হার পর পর বাড়ানোর জেরে শেয়ারবাজারে (Share Market India) তার প্রভাব পড়ছে। ভারতীয় শেয়ারবাজারে হাহাকার চলছে। টানা তিনদিন বড়সড় পতনে বাজার বন্ধ হয়েছে। সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স (Sensex) ৯৫৩.৭০ পয়েন্ট পড়ে ৫৭,১৪৫.২২ পয়েন্ট ছিল।বিদেশি লগ্নিকারীরা ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন, যার প্রভাব ভারতীয় বাজারে পড়ছে।

শেয়ারবাজারে গত ৪ দিনের ট্রেন্ডে দেখা যাচ্ছে, সেনসেক্স প্রায় ২৫০০ পয়েন্ট পড়ে গিয়েছে। ২০ সেপ্টেম্বর ছিল ৫৯,৭১৯.৭৪ পয়েন্ট, ২৬ সেপ্টেম্বর তা কমে হয়েছে ৫৭,১৪৫.২২ পয়েন্ট। এই ৪ দিনে ১৩ লক্ষ কোটি টাকা ডুবেছে লগ্নিকারীদের। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত ৩০টি কোম্পানির মার্কেট ক্যাপিটাল ২০ সেপ্টেম্বর ছিল ২৮৩ লক্ষ কোটি টাকা, ২৬ সেপ্টেম্বর তা হয়েছে ২৭০ লক্ষ কোটি টাকা।

Advertisement

৩. ভারত সহ দুনিয়াজুড়ে ছাঁটাই

বিশ্বমন্দার মেঘ ঘনাতেই কোম্পানিগুলির কর্মী ছাঁটাই শুরু হয়ে গিয়েছে। গত কয়েক মাসে একাধিক বড় কোম্পানি কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে। চিনের সংস্থা আলিবাবা এক ঝটকায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। ওয়ালমার্ট ২০০ লোক ছাঁটাই করেছে। ভারতে সফটওয়্যার সংস্থা HCL টেকনোলজি ৩৫০ কর্মীকে ছাঁটাই করল সম্প্রতি।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

SnapChat-এর মূল সংস্থা Snap Inc-এর বর্তমানে ৬৪০০ কর্মী কাজ করেন। ২০ শতাংশ ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। OLA-ও কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। OLA-র মূল সংস্থা ANI টেকনলজি বিভিন্ন ভার্টিক্যালে ২০০ কর্মীকে ছাঁটতে চলেছে। 

কেন্দ্র কী দাবি করছে?

ডলারের সাপেক্ষে টাকার দামে লাগাতার পতনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) সাফাইয়, বিশ্বের অন্য সব দেশের তুলনায় ভারতীয় মুদ্রার মজবুত রয়েছে। ভারতে মন্দা আসার চান্স শূন্য।

 

Advertisement