ক্রমেই বাড়ছিল দাম। রেকর্ড দরে পৌঁছনোর পর সোনা ও রুপোর ঊর্ধ্বমুখী গতিতে ব্রেক! কমেছে দাম। আরও দাম কমার ইঙ্গিত!মঙ্গলবার বিশ্ব বাজারে একদিনে রেকর্ড পড়়েছে সোনা ও রুপোর দর। ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম আরও পড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।
গত ১৭ অক্টোবর সোনা ও রুপোর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছয় ভারতীয় বাজার MCX-এ। তারপর থেকে রুপো প্রতি কেজিতে প্রায় ২০,০০০ টাকা এবং সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৪,০০০ টাকা কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই পতন এখানেই থাকবে না। দাম আরও কমবে। কারণ, বিশ্বের বাজারে সোনা ও রুপোর দাম দু'দিন ধরে কমছে। উৎসবের মরসুমে MCX বন্ধ। বাজার খুললেই আরও কমবে দাম।
ব্লুমবার্গের একটি প্রতিবেদন বলছে, মঙ্গলবার সোনার দাম এক ধাক্কায় নীচে নেমেছে সোনা এক দিনে কমেছে ৬.৩ শতাংশেরও বেশি। রুপো কমেছে ৭.১%। ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন। বুধবার সোনা ও রুপোর দাম পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। আসলে আচমকা দাম কমায় মুনাফা তুলে নিতে বেচতে শুরু করেন ব্যবসায়ীরা। তার জেরেই এই পতন।
লন্ডন ট্রেডিংয়ে সোনা প্রতি আউন্সে ৪,১০০ ডলারের নীচে নেমে গিয়েছে সোনার দাম। মঙ্গলবার আরও ৫% পতন। রুপোর দামেও একই রকম পতন দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে বুধবার সোনা ৪,০৪৬.৯৬ ডলারে এবং রুপোর প্রতি আউন্সে ৪৮ ডলারে নেমে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলি উৎসবের পরই কমছে সোনার দাম। এই সময়ে ভারতে বহু মানুষ সোনা কেনাকাটা করেন। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের সভাপতি রাজেশ রোকডের মতে, সোনা বেড়েই চলছিল। গত চার মাসে এটি প্রতি আউন্সে প্রায় ৩,৩০০ ডলার থেকে বেড়ে ৪,৪০০ ডলারে পৌঁছেছে। তাই পতন অনিবার্য ছিল।
বিশেষজ্ঞরা একমত, এখন ধৈর্য ধরার সময়। সোনা বা রুপোয় বিনিয়োগ করে থাকলে পড়তি বাজারে কিনতে পারে। অথবা ধৈর্য ধরুন।
ভারতে প্রতি ১০ গ্রামে সোনার দাম ১.৩ লক্ষ টাকা থেকে কমে প্রায় ১.২৮ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। গত শুক্রবার থেকে রুপোর দাম কমেছে প্রায় ১২%।