Gold Price Today: সোনার দাম আরও কমল, কলকাতায় আজ Gold কিনলে কতটা লাভ?

পুজোর আগে আরও কমে গেল সোনার দাম। চলতি মাসের শুরু থেকেই সোনার দামে ওঠানামা করছে। কখনও সোনার দাম বাড়ছে তো কখনও কমছে। সোনা এক মূল্যবান ধাতু। পুজোর মরশুমে অনেকেই সোনা কেনেন। সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। বুধবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

Advertisement
সোনার দাম আরও কমল, কলকাতায় আজ Gold কিনলে কতটা লাভ? সোনার দাম কমল।
হাইলাইটস
  • পুজোর আগে আরও কমে গেল সোনার দাম।
  • চলতি মাসের শুরু থেকেই সোনার দামে ওঠানামা করছে।
  • কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জানুন।

পুজোর আগে আরও কমে গেল সোনার দাম। চলতি মাসের শুরু থেকেই সোনার দামে ওঠানামা করছে। কখনও সোনার দাম বাড়ছে তো কখনও কমছে। সোনা এক মূল্যবান ধাতু। পুজোর মরশুমে অনেকেই সোনা কেনেন। সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। বুধবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

কলকাতায় সোনার দাম কত? 

বুধবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৮৫০ টাকা। গতকাল দাম ছিল ৬ হাজার ৮৬৫ টাকা। অর্থাৎ, সোনার দাম অনেকটা কমল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৪৭৩ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৪৮৯ টাকা। ফলে সোনার দাম খানিকটা কমল।

 কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৬৮ হাজার ৫০০ টাকা। গতকাল ছিল ৬৮ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৪ হাজার ৭৩০ টাকা। গতকাল ছিল ৭৪ হাজার ৮৯০ টাকা। 


গত মাসেও অনেকটাই সস্তা হয়েছিল সোনা। অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে আপনি সোনা ও রুপার দাম চেক করতে পারেন। ২২ ক্যারাট সোনা এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। একটি মিসড কল করার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে সোনার হারের তথ্য পাওয়া যাবে।

POST A COMMENT
Advertisement