Gold Price in Kolkata: সোনার দাম হু হু করে বাড়ছে, ছ্যাঁকা খাবেন, কলকাতায় কত রেট?

আগামী সপ্তাহে ধনতেরস। আর ধনতেরস মানেই সোনা কেনার দিন। এই দিন সোনা কেনার চল রয়েছে। ধনতেরস উপলক্ষে এই সময় অনেকেই সোনা কিনছেন। আর গত কয়েক দিনের মতো মঙ্গলবারও কলকাতায় সোনার দাম বদলে গেল। এদিন ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

Advertisement
সোনার দাম হু হু করে বাড়ছে, ছ্যাঁকা খাবেন, কলকাতায় কত রেট?সোনার দামে বদল।
হাইলাইটস
  • আগামী সপ্তাহে ধনতেরস।
  • মঙ্গলবারও কলকাতায় সোনার দাম বদলে গেল।
  • এদিন ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

আগামী সপ্তাহে ধনতেরস। আর ধনতেরস মানেই সোনা কেনার দিন। এই দিন সোনা কেনার চল রয়েছে। ধনতেরস উপলক্ষে এই সময় অনেকেই সোনা কিনছেন। আর গত কয়েক দিনের মতো মঙ্গলবারও কলকাতায় সোনার দাম বদলে গেল। এদিন ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

কলকাতায় সোনার দাম কত? 

মঙ্গলবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩০১ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৩০০ টাকা। অর্থাৎ, সোনার দাম সামান্য বাড়ল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৯৬৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৯৬৪ টাকা। ফলে সোনার দাম খানিকটা বাড়ল।

 কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭৩ হাজার ৩০১ টাকা। গতকাল ছিল ৭৩ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৯ হাজার ৬৫০ টাকা। গতকাল ছিল ৭৯ হাজার ৬৪০ টাকা। 

 গত মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল।  গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে আপনি সোনা ও রুপার দাম চেক করতে পারেন। ২২ ক্যারাট সোনা এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। একটি মিসড কল করার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে সোনার হারের তথ্য পাওয়া যাবে।

অন্য দিকে, ধনতেরস উপলক্ষে বিভিন্ন সোনার দোকানে নানা ছাড় দিচ্ছে। 
 

POST A COMMENT
Advertisement