Gold Rate Today: সোনার দাম আরও কমল, কলকাতায় আজ কিনলে কতটা লাভ?

কখনও কমছে তো কখনও বাড়ছে। চলতি মাসে সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। সোনা এক অমূল্য সম্পদ। সোনা শুধু নারীর অলঙ্কার নয়। বিপদে বড় সম্বল এটি। তাই অনেকেই সোনা কিনে রাখেন। অন্য দিকে, প্রায় ১ মাস পরই দুর্গাপুজো। উৎসব উপলক্ষে অনেকেই সোনা কেনেন। আজ কলকাতায় সোনা কিনলে কতটা লাভ করবেন, জেনে নিন... 

Advertisement
সোনার দাম আরও কমল, কলকাতায় আজ কিনলে কতটা লাভ? সোনার দাম কমল।
হাইলাইটস
  • চলতি মাসে সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে।
  • সোনা এক অমূল্য সম্পদ।
  • আজ কলকাতায় সোনা কিনলে কতটা লাভ করবেন, জেনে নিন... 

কখনও কমছে তো কখনও বাড়ছে। চলতি মাসে সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। সোনা এক অমূল্য সম্পদ। সোনা শুধু নারীর অলঙ্কার নয়। বিপদে বড় সম্বল এটি। তাই অনেকেই সোনা কিনে রাখেন। অন্য দিকে, প্রায় ১ মাস পরই দুর্গাপুজো। উৎসব উপলক্ষে অনেকেই সোনা কেনেন। আজ কলকাতায় সোনা কিনলে কতটা লাভ করবেন, জেনে নিন... 

কলকাতায় সোনার দাম কত? 

মঙ্গলবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৬৯৪ টাকা। গতকাল ছিল ৬ হাজার ৬৯৫ টাকা। অর্থাৎ, খানিকটা কমল সোনার দাম।


কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩০৩ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৩০৪ টাকা। গতকালের তুলনায় আজ সোনার দাম কমল। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৬৬ হাজার ৯৪০ টাকা। গতকাল ছিল ৬৬ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৩ হাজার ৩০ টাকা। গতকাল ছিল ৭৩ হাজার ৪০ টাকা। 

চলতি মাসে অনেকটাই সস্তা হয়েছিল সোনা। অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে আপনি সোনা ও রুপার দাম চেক করতে পারেন। ২২ ক্যারাট সোনা এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। একটি মিসড কল করার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে সোনার হারের তথ্য পাওয়া যাবে।

POST A COMMENT
Advertisement