scorecardresearch
 

Gold Price In Kolkata: বিরাট পতন সোনার দামে, পুজোয় গয়না পরতে চাইলে এখনই কিনুন

পুজোর সময় অনেকেই সোনা পরে ঘুরতে চান। পুজোর আগে তাঁদের জন্য দারুণ সুযোগ। তা ছাড়া পুজো মিটলেই তো শুরু হয়ে যাবে বিয়ের মরসুম। সোনার দম কমে গিয়েছে একধাক্কায়। এখনই গয়না কিনে ফেলুন।

Advertisement
Gold Price। সোনার দাম। Gold Price। সোনার দাম।
হাইলাইটস
  • পুজোর পরই শুরু হয়ে যাবে বিয়ের মরসুম।
  • পুজগয়না পরতে চাইলেই এখনই সেরা সময়।

পুজোর আগে সোনা কেনার সুবর্ণ সুযোগ এসে গিয়েছে। কারণ গত কয়েক দিন ধরে টানা কমে চলেছে সোনার দাম। অগাস্ট মাসেই কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম উঠেছিল ৬০,৪৪০ টাকা। সেই সোনাই এখন নেমে গিয়েছে ৬০ হাজার টাকার নীচে। এখন তার দাম ৫৮ হাজারের কাছাকাছি। ফলে সোনা কিনতে চাইলে এখনই
সেরা সময়। 

শুক্রবার কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম ৫৮,৮০০ টাকা। গয়নার সোনা মানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম এখন কমে হয়েছে ৫৩,৬৫০ টাকা। অগাস্ট মাসের চেয়ে অনেকটাই কম। একবার পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে। গত ২০ সেপ্টেম্বর ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬০,২৩০ টাকা ছিল। এক সপ্তাহের মধ্যেই কমে গিয়েছে ১,৭০০ টাকা। গত ২০ সেপ্টেম্বর সোনার গয়না অর্থাৎ ২২ ক্যারেটের দাম ছিল ৫৫,৫২০ টাকা। সেটাই কমেছে ১,৮৭০ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে ২ হাজার টাকার কাছাকাছি সস্তা হয়েছে সোনা। 

পুজোর পরই শুরু হয়ে যাবে বিয়ের মরসুম। পুজো ও বিয়ের মরসুমে সোনার গয়না পরতে চাইলেই এখনই সেরা সময়। পুজোয় সোনা কিনতে চাইলে এখনই কিনতে পারেন। সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। যোগান ও চাহিদায় দাম ওঠানামা করে। বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা সোনায় বিনিয়োগ করতে চান, তাঁরা এখনই করতে পারেন। 

আরও পড়ুন

প্রসঙ্গত, দিন কয়েক আগে সরকারি প্রকল্প সভেরেইন গোল্ড বন্ডে বিনিয়োগ করেছেন অনেকে। সেই বন্ডে বিনিয়োগের সময় পেরিয়ে গিয়েছে। তবে এখনও সুযোগ হাতছাড়া হয়নি। সোনায় এখনও বিনিয়োগ করতে পারেন। তবে কাগজের সোনার বদলে এখন সোনার বিস্কিট বা গয়নায় বিনিয়োগ করা যেতেই পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে লাভবান হবেন। কারণ বিয়ের মরসুম এলেই বেড়ে যাবে সোনার দাম, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। 

Advertisement

TAGS:
Advertisement