Gold Price Drop: ১ লাখের নীচে নেমে যেতে পারে সোনার দাম, যদি...

সোনায় বিনিয়োগকে সবসময় সুরক্ষিত বলে ধরা হয়। তাই তো গোটা বিশ্বে যুদ্ধ জিগির উঠলেই বিনিয়োগকারীরা সোনা কিনতে শুরু করে দেন। তখন বাড়ে সোনার দাম। আর এমনটাই হয়েছিল চলতি বছরে। তাই বর্তমানে সোনার দাম ১ লক্ষ টাকার অনেকটা উপরে। যদিও পৃথিবীতে শান্তি ফিরলে সোনার দাম কমার থাকে সম্ভাবনা। আর তেমনটাই হতে পারে কয়েক মাসে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামি কয়েক মাসে ১০ গ্রাম সোনার দাম আবার ১ লক্ষ টাকার নীচে পৌঁছে যেতে পারে। আর তার পিছনে থাকতে পারে ৪ কারণ।

Advertisement
১ লাখের নীচে নেমে যেতে পারে সোনার দাম, যদি...সোনার দাম কমার সম্ভাবনা?
হাইলাইটস
  • সোনায় বিনিয়োগকে সবসময় সুরক্ষিত বলে ধরা হয়
  • গোটা বিশ্বে যুদ্ধ জিগির উঠলেই বিনিয়োগকারীরা সোনা কিনতে শুরু করে দেন
  • ১০ গ্রাম সোনার দাম আবার ১ লক্ষ টাকার নীচে পৌঁছে যেতে পারে

সোনায় বিনিয়োগকে সবসময় সুরক্ষিত বলে ধরা হয়। তাই তো গোটা বিশ্বে যুদ্ধ জিগির উঠলেই বিনিয়োগকারীরা সোনা কিনতে শুরু করে দেন। তখন বাড়ে সোনার দাম। আর এমনটাই হয়েছিল চলতি বছরে। তাই বর্তমানে সোনার দাম ১ লক্ষ টাকার অনেকটা উপরে। যদিও পৃথিবীতে শান্তি ফিরলে সোনার দাম কমার থাকে সম্ভাবনা। আর তেমনটাই হতে পারে কয়েক মাসে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামি কয়েক মাসে ১০ গ্রাম সোনার দাম আবার ১ লক্ষ টাকার নীচে পৌঁছে যেতে পারে। আর তার পিছনে থাকতে পারে ৪ কারণ।

কেন বেড়েছিল সোনার দাম?

আসলে গত কয়েক মাসে রুদ্ধশ্বাস গতিতে বেড়েছিল সোনার দাম। বিশেষত, যুদ্ধ এবং শুল্ক নীতির জন্যই বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। তবে এখন সারা পৃথিবী ধীরে ধীরে শান্ত হচ্ছে। সম্পর্ক ঠিক হচ্ছে একাধিক দেশের মধ্যে। যার ফলে কমে যেতে পারে সোনা এবং রুপোর দাম।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বের পরিস্থিতি স্থিতিশীল হলে আদতে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে ১০ গ্রাম সোনার দাম।

এ বার আসুন জেনে নেওয়া যাক, কেন এমনটা মনে করা হচ্ছে?

আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য চুক্তি

গত কয়েক বছর ধরেই আমেরিকা এবং চিনের সম্পর্ক ছিল খারাপ। যুদ্ধ জিগির থেকে শুল্ক, সাপ্লাই চেন- একাধিক বিষয় নিয়ে চরমে ছিল উত্তেজনা। যার ফলে সারা পৃথিবীই অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। যদিও সেই সমস্যার সমাধান হতে চলেছে বলেই খবর। এমনকী আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য চুক্তিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আর তাতে কমে যেতে পারে সোনার দাম।

ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি

পৃথিবীতে সবথেকে বেশি সোনা কেনা দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে মাথায় রাখবেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়ে গেলে সোনার দামে বিরাট আঘাত আসতে পারে। কারণ, এই চুক্তির পর ভারতে বিনিয়োগ বাড়বে। যার ফলে ভারতীয় টাকা আবার ডলারের সাপেক্ষে শক্তি বৃদ্ধি করবে। এমনকী অর্থনীতি হবে শক্তিশালী। এর ফলে সোনার কেনার খরচ কমবে। শুধু তাই নয়, সোনার দামও হ্রাস পাওয়ার রয়েছে আশঙ্কা।

Advertisement

ইজরায়েল-হামাস শান্তি চুক্তি

দীর্ঘদিন ধরে চলা ইজরায়েল এবং হামাসের মধ্যে এখন শান্তি প্রক্রিয়া চলছিল। যার ফলে সারা পৃথিবীতেই পড়েছিল প্রভাব। বাড়ছিল সোনার দাম। যদিও ইজরায়েল এবং হামাস এখন শান্তি প্রক্রিয়ার মধ্যে পৌঁছে গিয়েছিল। সেই কারণে সোনার দাম কমতে পারে।

পাক ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি

পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এর ফলে স্থিতাবস্থা খানিকটা বিগড়ে গিয়েছিল। যদি এই পরিস্থিতির উন্নতি হয়, তাহলে ফিরবে স্থিতাবস্থা। যার ফলে অনেক বিনিয়োগকারীই ঝুঁকি নিয়ে অন্য কোথাও বিনিয়োগ করবেন। সেই কারণে কমে যেতে পারে সোনার দাম।

POST A COMMENT
Advertisement