আজ অক্ষয় তৃতীয়া। এই দিনটি খুবই পবিত্র বলে মনে করা হয়। মনে করা হয়, এই দিন সোনা কেনা খুবই শুভ। তাই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার হিড়িক চোখে পড়ে। আজকের দিনে প্রতিটি সোনার দোকানেই থাকে বিশেষ ছাড়। আজ যদি সোনা কিনতে চান, তা হলে কত টাকা খরচ করতে হবে? সোনার দাম বাড়ল না কমল? জেনে নিন....
২২ ক্যারাট সোনার দাম কত কলকাতায়?
* ১ গ্রাম সোনার দাম আজ ৬ হাজার ৭০০ টাকা। গতকাল ছিল ৬ হাজার ৬১৫ টাকা।
* আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার টাকা। গতকাল ছিল ৬৬ হাজার ১৫০ টাকা।
* আজ কলকাতায় ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৭০ হাজার টাকা। গতকাল দাম ছিল ৬ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা।
কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম কত?
* কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩০৯ টাকা। গতকাল ছিল ৭ হাজার ২১৬ টাকা।
* কলকাতায় আজ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৩ হাজার ৯০ টাকা। গতকাল দাম ছিল ৭২ হাজার ১৬০ টাকা।
* কলকাতায় আজ ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ লক্ষ ৩০ হাজার ৯০০ টাকা। গতকাল দাম ছিল ৭ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা।
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময়
জ্যোতিষ মতে, অক্ষয় তৃতীয়ায় এ বছর সোনা কেনার শুভ সময় হল ভোর ৫.৩৩ থেকে সকাল ১০.৩৭। দ্বিতীয় মুহূর্ত - বেলা ১২.১৮ থেকে দুপুর ১.৫৯, *তৃতীয় মুহূর্ত - বিকেল ৫.২১ থেকে সন্ধ্যা ৭.০২, চতুর্থ মুহূর্ত - রাত ৯.৪০ থেকে ১০.৫৯।