পুজোর আগে সোনার দাম ওঠানামা করছে কলকাতায়। চলতি মাসের শুরুতে সোনার দাম কমে গিয়েছিল। যার ফলে লাভের মুখ দেখেছিলেন ক্রেতারা। সোনাকে শুভ বলে মনে করা হয়। এ এক অমূল্য সম্পদ। শুক্রবার সোনার দামে বড়সড় বদল ঘটল। আজ কলকাতায় সোনা কিনলে কতটা লাভ জেনে নিন...
কলকাতায় সোনার দাম কত?
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৭২০ টাকা। গতকাল দাম ছিল ৬ হাজার ৬৬৯ টাকা। অর্থাৎ, সোনার দাম খানিকটা বাড়ল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩৩১ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ২৭৬ টাকা। ফলে সোনার দাম সামান্য বাড়ল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৬৭ হাজার ২০০ টাকা। গতকাল ছিল ৬৬ হাজার ৬৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৩ হাজার ৩১০ টাকা। গতকাল ছিল ৭২ হাজার ৭৬০ টাকা।
গত মাসে অনেকটাই সস্তা হয়েছিল সোনা। অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে আপনি সোনা ও রুপার দাম চেক করতে পারেন। ২২ ক্যারাট সোনা এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। একটি মিসড কল করার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে সোনার হারের তথ্য পাওয়া যাবে।