scorecardresearch
 

Gold Price: আরও বাড়ল সোনা-রুপোর দাম, ৫০ হাজার পেরোল হলুদ ধাতু

Gold and Silver Price Hike: ফের বাড়ল সোনার দাম। ১০ গ্রাম সোনা ৫০ হাজার টাকা পার করে গিয়েছে। ঊর্ধ্বমুখী রুপোর মূল্যও।

Advertisement
আবারও বাড়ল সোনা-রুপোর দাম। আবারও বাড়ল সোনা-রুপোর দাম।
হাইলাইটস
  • সোনার আরও মহার্ঘ।
  • ১০ গ্রামে দাম ৫০ হাজার ছাড়াল।
  • রুপোর দামও ঊর্ধ্বমুখী।

Gold-Silver Price Today: আবারও বাড়ল সোনা ও রুপোর দর। ১০ গ্রাম সোনা ৫০ হাজার টাকা পার করে গিয়েছে। অন্যদিকে, ৬৪ হাজার টাকা পেরিয়েছে রুপোর দাম। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার বর্তমানে বাজারমূল্য ৫০ হাজার ২১৪ টাকা। ৬৪ হাজার ১৩৩ টাকায় বিকোচ্ছে এক কিলো রুপো। 

ibjarates.com অনুযায়ী,  ৯৯৫ প্রায়োরিটির সোনার দাম ৫০ হাজার ১৩ টাকা। ৪৫ হাজার ৯৯৬ টাকায় মিলছে ৯১৬ প্রায়োরিটির সোনা। ৭৫০ প্রোয়ারিটির সোনা পাওয়া যাচ্ছে ৩৭ হাজার ৬৬১ টাকায়। সব ধরনের সোনার দামেই বৃষ্টি এ দিন লক্ষ্য করা গিয়েছে। ৫৮৫ শুদ্ধতার সোনার বিক্রয়মূল্য ২৯ হাজার ৩৭৫ টাকা। ৯৯৯ শুদ্ধতার এক কেজি রুপো ৬৪ হাজার ১৩৩ টাকায় বিক্রি হচ্ছে। 

ইদানীং সোনা ও রুপোর দাম দৈনিক দু'বার প্রকাশ করা হয়। একবার সকালে, আর একবার সন্ধ্যায় দেওয়া হয় মূল্যের তালিকা। আজকের সকালের তালিকা অনুযায়ী, ৯৯৯ ও ৯৯৫ প্রায়োরিটির সোনার দাম বেড়েছে ১০৫ টাকা। ৯৬ টাকা বেড়েছে ৯১৬ প্রায়োরিটির সোনার মূল্য। ৭৯ টাকা মহার্ঘ হয়েছে ৭৫০ শুদ্ধতার সোনা। ৬১ টাকা মূল্যবৃদ্ধি ৫৮৫ প্রোয়ারিটির সোনা। এছাড়া ৯৯৯ শুদ্ধতার রুপোর দাম ৩৪৮ টাকা বেড়েছে। 

কীভাবে দেখবেন সোনা-রুপোর দাম? 

আইবিজেএ ও কেন্দ্রীয় সরকারের ঘোষিত ছুটির দিন ছাড়া শনি ও রবিবার রেট কার্ড জারি করা হয় না। ২২ ও ১৮ ক্যারেট সোনার রিটেল মূল্য জানার জন্য 8955664433 নম্বরে মিস কল দিন। কিছুক্ষণের মধ্যেই এসএমএসের মাধ্যমে জেনে নিন বাজার দাম। এছাড়া  www.ibja.co বা ibjarates.com ওয়েবসাইটে দাম দেখতে পাবেন। 

আজ সোনা-রুপো দাম।
আজ সোনা-রুপোর দাম।

শুদ্ধতার মাপকাঠি কী? 

Advertisement

সোনার গয়নার শুদ্ধতার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। হলমার্ক দেওয়া থাকে। ১ থেকে ২৪ ক্যারেট পর্যন্ত সোনার হলমার্ক দেখে শুদ্ধতা জানতে পারবেন।  

২২ ক্যারেট সোনায় লেখা থাকবে ৯১৬। 
২১ ক্যারেট সোনার গয়নায় থাকে ৮৭৫ লেখা। 
১৮ ক্যারেট গয়নায় লেখা থাকে ৭৫০। 
এবং ১৪ ক্যারেটে ৫৮৫ লেখা থাকে। 

ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন  (Indian Bullion Jewelers Association) আলাদা আলাদা প্রায়োরিটি বা শুদ্ধতার সোনার দামের তালিকা জারি করে। তা কর ও গয়না প্রস্তুতের যে খরচ সেটা ছাড়া ধরা হয়। আইবিজেএ-র মূল্য তালিকা গোটা দেশে সোনার দামের মাপকাঠি। তবে এর সঙ্গে জিএসটি যুক্ত থাকে না। গয়না কিনতে গেলে মেকিং চার্জ ও কর বাবদ অতিরিক্ত খরচ পড়ে ক্রেতাদের।             

আরও পড়ুন- GST-তে বড় পরিবর্তন! কমতে পারে স্ল্যাবের সংখ্যা, কর ছাড়ের পরিমাণ

Advertisement