Gold Silver Price Fall: রুপো সস্তা হল ৮ হাজার টাকা, কমল সোনার দামও; লেটেস্ট রেট?

বছরের শুরুর দিকে দ্রুত গতিতে উপরে গিয়েছিল সোনা। এমনকী তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল রুপোর দামও। যদিও গত কয়েক দিনে সেই ট্রেন্ডে ভাটা চলছে। কমছে সোনা-রুপোর দাম। আর এমনটাই হল চলতি সপ্তাহেও। এই সপ্তাহেও বেশ কিছুটা পড়েছে সোনা এবং রুপোর দাম।

Advertisement
রুপো সস্তা হল ৮ হাজার টাকা, কমল সোনার দামও; লেটেস্ট রেট?সোন-রুপোর দাম
হাইলাইটস
  • বছরের শুরুর দিকে দ্রুত গতিতে উপরে গিয়েছিল সোনা
  • তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল রুপোর দামও
  • এই সপ্তাহেও বেশ কিছুটা পড়েছে সোনা এবং রুপোর দাম

বছরের শুরুর দিকে দ্রুত গতিতে উপরে গিয়েছিল সোনা। এমনকী তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল রুপোর দামও। যদিও গত কয়েক দিনে সেই ট্রেন্ডে ভাটা চলছে। কমছে সোনা-রুপোর দাম। আর এমনটাই হল চলতি সপ্তাহেও। এই সপ্তাহেও বেশ কিছুটা পড়েছে সোনা এবং রুপোর দাম।

কতটা দাম পড়েছে?

চলতি সপ্তাহে প্রতি কেজি রুপোর দাম কমেছে প্রায় ৮০০০ টাকা। ও দিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামও ১৬৪৮ টাকা কমেছে। আর তাতেই ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। তারা বুঝতে পারছেন না, এখন ঠিক কী করা উচিত।

দ্রুত গতিতে পড়ছে সোনা এবং রুপোর দাম

সোনা এবং রুপোর দাম কমার এই ধারা অব্যাহত রয়েছে MCX-এ। এক্ষেত্রে ২৪ ক্যারেট সোনার ৫ ডিসেম্বরের এক্সপায়ারির এখন ট্রেড করছে ৮০০৯ টাকা কমে। এটার হাই ছিল ১,৩২,২৯৪ টাকা। আর গত শুক্রবার এটা ট্রেড করেছে ১,২৪,১৯৫ টাকা প্রতি ১০ গ্রামে। আর সেই সোনার দামই এক সপ্তাহের মধ্যে অনেকটাই কমে গিয়েছে।

ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট INJA.COM-এর জানাচ্ছে, গত পাঁচদিনে ভারতের মার্কেটে সোনার দাম কমেছে ১৬৪৮ টাকা। ১৪ নভেম্বর ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,২৪,৭৯৪ টাকা। আর শুক্রবার এটির ক্লোজিং প্রাইস ছিল ১,২৩,১৪৬ টাকা প্রতি ১০ গ্রাম। আর এমনটা সোনার অন্যান্য ক্যারেটেও হয়েছে।

মাথায় রাখবেন, গহনা সোনার দাম দেখার জন্য এই ওয়েবসাইটটা খুবই বিশ্বাসযোগ্য। তবে এখানে GST ধরা থাকে না। সেক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি ধরে দামের হিসেব করুন।

রুপোও পড়েছে

MCX ফিউচারে রুপোর প্রতি কিলোগ্রামের দাম ১৪ নভেম্বর ছিল ১৫৬,০১৮ টাকা। তবে সেটা শুক্রবার ১,৫৪,০৫৮ টাকায় নেমে গিয়েছে। অর্থাৎ রুপোর দাম কমেছে প্রায় ১৯৬৬ টাকা।

ওদিকে মার্কেটের কথা বললে, ১৪ নভেম্বর প্রতি কেজি সোনার দাম ছিল ১,৫৯,৩৬৭ টাকা। তবে সেটা ২১ নভেম্বর ক্লোজিংয়ের সময় ১,৫১,১২৯ টাকায় পৌঁছে যায়। অর্থাৎ কমে যায় ৮,২৩৮ টাকা।

Advertisement

POST A COMMENT
Advertisement