Goldman Sachs Stock: এই ৫ স্টকের দাম ৫৪% পর্যন্ত বাড়তে পারে, কোটিপতি হতে পারেন লগ্নিকারীরা

শেয়ারবাজারে বিনিয়োগ করে মুনাফার আশা সকলেই দেখেন। তবে ঠিকঠাক স্টক খুঁজে পান না বলে আশাপূরণ হয় না। আর আপনিও যদি সেই তালিকায় থাকেন, তাহলে এই নিবন্ধে রয়েছে সুখবর। কারণ বিশ্বখ্যাত গোল্ডম্য়ান স্যাক্স এমন ৫টি শেয়ারের নাম সামনে এনেছে, যেগুলির দাম ৫৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর এই স্টকগুলি কোনও ছোটখাট কোম্পানির নয়। গোল্ডম্যান স্যাক্স এই সব শেয়ারের নতুন টার্গেট প্রাইসও দিয়েছে।

Advertisement
এই ৫ স্টকের দাম ৫৪% পর্যন্ত বাড়তে পারে, কোটিপতি হতে পারেন লগ্নিকারীরা৫৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে স্টকের দাম
হাইলাইটস
  • বিশ্বখ্যাত গোল্ডম্য়ান স্যাক্স এমন ৫টি শেয়ারের নাম সামনে এনেছে, যেগুলির দাম ৫৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে
  • আর এই স্টকগুলি কোনও ছোটখাট কোম্পানির নয়
  • গোল্ডম্যান স্যাক্স এই সব শেয়ারের নতুন টার্গেট প্রাইসও দিয়েছে।

শেয়ারবাজারে বিনিয়োগ করে মুনাফার আশা সকলেই দেখেন। তবে ঠিকঠাক স্টক খুঁজে পান না বলে আশাপূরণ হয় না। আর আপনিও যদি সেই তালিকায় থাকেন, তাহলে এই নিবন্ধে রয়েছে সুখবর। কারণ বিশ্বখ্যাত গোল্ডম্য়ান স্যাক্স এমন ৫টি শেয়ারের নাম সামনে এনেছে, যেগুলির দাম ৫৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর এই স্টকগুলি কোনও ছোটখাট কোম্পানির নয়। গোল্ডম্যান স্যাক্স এই সব শেয়ারের নতুন টার্গেট প্রাইসও দিয়েছে।

কোন কোন স্টক রয়েছে এই তালিকায়?

এই বিদেশি ব্রোকারেজ হাউজের মতে, এই ৫টি স্টকের দাম খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এগুলির দাম আগামি ১ বছরে ১৪ থেকে ৫৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই তালিকায় রিলায়েন্স থেকে শুরু করে টাইটন, হ্যাভেলস, মেক মাই ট্রিপ এবং পিটিসি ইন্ডিয়ার মতো সংস্থাও রয়েছে।

মেক মাই ট্রিপের শেয়ার

এটি একটি ট্রাভেলের সঙ্গে যুক্ত সংস্থা। আর এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে বলে জানিয়েছে গোল্ডম্যান স্যাক্স। এই শেয়ারের দাম ৭৮ টাকায় রয়েছে সোমবার। আর এটির টার্গেট প্রাইস ১২৩ টাকা। অর্থাৎ ৫৪ শতাংশ বাড়তে পারে দাম।

পিটিসি ইন্ডিয়ার শেয়ার

এই স্টকটিও গোল্ডম্যান স্যাক্সের লিস্টে রয়েছে। এটি সোমবার ১.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে এর দাম রয়েছে ১৭,৭১৫ টাকা। আর বিদেশি ব্রোকারেজ ফার্ম মনে করছেন, এর দাম পৌঁছে যেতে পারে ২৪,৭২৫ টাকায়। অর্থাৎ ৪৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের শেয়ার

ভারতের অন্যতম বড় সংস্থা রিলায়েন্সের শেয়ার নিয়েও আশাবাদী গোল্ডম্যান স্যাক্স। তাদের দাবি, এই শেয়ারের দামও ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এক্ষেত্রে ১৭৯৫ টাকায় রয়েছে স্টকটির দাম। এর দাম ১ বছরের মধ্যে ১৪৯২.৭০ টাকায় পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ার

গোল্ডম্যান স্যাক্সের নজরে রয়েছে হ্যাভেলস ইন্ডিয়া। তারা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস বানায়। আর এই সংস্থার শেয়ারের দামও অনেকটাই বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisement

এখন এটি ট্রেড করছে ১৪৫০ টাকায়। সেটা পৌঁছে যেতে পারে ১৭৪০ টাকায়। অর্থাৎ ১৯ শতাংশ বৃদ্ধির রয়েছে সম্ভাবনা।

টাইটনের শেয়ার

গোল্ডম্যান স্যাক্স টাইটনের শেয়ারের দিকেও তাকাতে বলছে বিনিয়োগকারীদের। তাদের মতে, এটির দাম বাড়তে পারে ১৫ শতাংশ। এখন এর দাম ৩৭৯৫ টাকায় রয়েছে। সেটি ১৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তাই এই শেয়ারগুলির দিকে অবশ্যই নজর রাখুন।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement