Share Tips: এই সরকারি ব্যাঙ্ক এবার বেসরকারি হাতে, শেয়ার বাজারে একদিনেই লাভ ১০%

বৃহস্পতিবার আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেডের শেয়ারের দাম লাফিয়ে বেড়েছে। ১০ শতাংশ বেড়ে সর্বোচ্চ ৯৯.০৮ টাকায় পৌঁছয়। দিনের শেষে তা ৮.৮৭ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ৯৮.১৬ টাকায়। বিলগ্নিকরণ সংক্রান্ত খবরেই এমন উর্ধ্বগতি শেয়ারে।

Advertisement
এই সরকারি ব্যাঙ্ক এবার বেসরকারি হাতে, শেয়ার বাজারে একদিনেই লাভ ১০%IDBI Bank বিলগ্নিকরণের পথে
হাইলাইটস
  • আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেডের শেয়ারের দাম লাফিয়ে বেড়েছে।
  • ১০ শতাংশ বেড়ে সর্বোচ্চ ৯৯.০৮ টাকায় পৌঁছয়।

বিলগ্নিকরণের পথে আর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গোটা প্রক্রিয়া প্রায় সম্পন্ন বলে জানাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তার জেরে শেয়ার বাজারে উর্ধ্বমুখী ওই ব্যাঙ্কের স্টক। বিনিয়োগকারীদের আশা, সুদিন ফিরবে ব্যাঙ্কের। ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা উজ্জ্বল।

বৃহস্পতিবার আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেডের শেয়ারের দাম লাফিয়ে বেড়েছে। ১০ শতাংশ বেড়ে সর্বোচ্চ ৯৯.০৮ টাকায় পৌঁছয়। দিনের শেষে তা ৮.৮৭ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ৯৮.১৬ টাকায়। বিলগ্নিকরণ সংক্রান্ত খবরেই এমন উর্ধ্বগতি শেয়ারে। বিনিয়োগ এহং সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা দফতরের (DIPAM) সচিব অরুণিশ চাওলা একটি সংবাদ মাধ্যমে জানান,'বিলগ্নিকরণের জন্য ন্যায্য মূল্য প্রায় চূড়ান্ত। সর্বোচ্চ দর হাঁকানো বিনিয়োগকারীদের সঙ্গে কথাও সারা। বেসরকারিকরণের চূড়ান্ত ধাপে রয়েছি'।

তিনি যোগ করেন,'যা যা তথ্য ওদের দরকার, তা দেওয়া হয়েছে। টেকনিক্যাল নথিও তৈরি। সেপ্টেম্বরের মধ্যেই টেকনিক্যাল নথির বিষয়টি সম্পন্ন হবে বলে আশা করছি। আর চলতি বছরের শেষেই পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে'। সেই সঙ্গে বাকি সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণ নিয়ে বড় কথা বলেছেন অরুণিশ। তাঁর কথায়,'৯০% বেশি রাষ্ট্রায়ত্ত মালিকানা থাকা সংস্থাগুলির অংশীদারিত্ব কমিয়ে ৯০ শতাংশে আনা হবে। আর যে সব সংস্থায় ৭৫ থেকে ৯০ শতাংশ সরকারি অংশীদারিত্ব রয়েছে, সেগুলিতে তা কমিয়ে ৭৫ শতাংশে আনা হবে'।

সরকার এবং এলআইসির একটি অংশীদারিত্ব

সরকার এবং ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের (এলআইসি) যৌথভাবে আইডিবিআইতে ৯৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এর মধ্যে ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব বর্তমানে বিলগ্নিকরণ করা হচ্ছে। স্টক এক্সচেঞ্জকে তা জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

শেয়ারে কি এখন বিনিয়োগ করবেন?

টেকনিক্যাল মাপদণ্ডে গত এক বছরের অবস্থা দেখলে বোঝা যাবে এই স্টকটি 'অস্থিতিশীল'। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের ইচ্ছা থাকলে এখনই না কেনা শ্রেয়। অন্যান্য ব্যাঙ্কিং স্টকে বিনিয়োগের কথা ভাবতে পারেন।

নোট- শেয়ারে বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নিন। এই প্রতিবেদনে কাউকে আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে না।    

Advertisement

POST A COMMENT
Advertisement