How To Calculate New Tax Regime : বছরে আপনার ইনকাম ৫ লাখ টাকা হলে কত ট্যাক্স দিতে হবে? এভাবে ক্যালকুলেট করে জানুন
করদাতাদের জন্য বড় খবর। নতুন কর কাঠামোতে পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। বাজেটে তা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
Income Tax Budget 2024- দিল্লি ,
- 23 Jul 2024,
- (Updated 23 Jul 2024, 7:18 PM IST)
হাইলাইটস
- করদাতাদের জন্য বড় খবর
- নতুন কর কাঠামোতে পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার
করদাতাদের জন্য বড় খবর। নতুন কর কাঠামোতে পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। বাজেটে তা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, ৩ লাখ টাকা পর্যন্ত বার্ষিক বেতনে কোনও কর দিতে হবে না। এখন অনেকের মনে প্রশ্ন বছরে কত টাকা উপার্জন করলে কত টাকা ট্যাক্স দিতে হবে? আসুন জেনে নিই হিসেব।
নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা অনুসারে,স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে ৭৫ হাজার টাকা। আগে ছিল ৫০ হাজার টাকা।পাশাপাশি ট্যাক্স স্ল্যাবেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ট্যাক্স স্ল্যাবে এই পরিবর্তন প্রযোজ্য। অর্থাৎ যাঁরা নতুন কর ব্যবস্থায় কর দেন তাঁরা এই সুবিধে পাবেন।
আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা
- ৩ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনও কর দিতে হবে না।
- তবে যদি আয় ৩ থেকে ৭ লক্ষ টাকা হয় তাহলে বার্ষিক আয়ের উপর ৫ শতাংশ কর দিতে হবে।
- আবার ৭ লাখ টাকার বেশি এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় কর দিতে হবে ১০ শতাংশ।
- অর্থমন্ত্রী জানিয়েছেন, ১০ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের জন্য ১৫ শতাংশ কর দিতে হবে।
- ১২ লক্ষ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর ২০ শতাংশ কর দিতে হবে।
- বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি আয় হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।
এবার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে ৭৫ হাজার টাকা। তাহলে সেই স্ট্যান্ডার্ড ডিডাকশনের হিসেব অনুসারে এবার কত টাকা ট্য়াক্স দিতে হবে দেখুন।
- যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা সেহেতু কারও বার্ষিক আয় যদি ৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি হয় তবেই তাঁকে ৫ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে। কারণ, ৩ থেকে ৭ লক্ষ টাকার বার্ষিক আয়ে ৫ শতাংশ কর আরোপ করেছে সরকার।
- কারও বার্ষিক আয় যদি ৭ লাখ ৭৫ হাজার টাকার বেশি হয় তবেই তাঁকে ১০ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে। এই ১০ শতাংশ হারে কর প্রযোজ্য ১০ লাখ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে।
- একইভাবে কারও আয় ১০ লাখ ৭৫ হাজার টাকা যদি হয় তবে তাঁকে ১২ লাখ টাকা আয় পর্যন্ত দিতে হবে ১৫ শতাংশ।
- আবার কারও আয় যদি ১২ লাখ ৭৫ হাজার টাকা হয় তাহলেই কিন্তু তাঁকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ ট্যাক্স দিতে হবে।
- আবার ৩০ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে তখনই যখন আপনার আয় ১৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি হবে।
এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো পুরনো ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তনের কথা ঘোষণা না করলেও, নতুন ব্যবস্থায় বেশ কিছু বদল এনেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে। নতুন ব্যবস্থায় ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা।
বিজেপি ক্ষমতায় আসার পর ২০১৮ সালের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বার্ষিক ৪০ হাজার টাকা বাড়ানো হয়েছিল। ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে, স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা প্রতি বছর ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছিল। এরপর থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশনে কোনও পরিবর্তন হয়নি। তবে এবার তা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।