ভারতীয় রুপি নয়, ডলারের নিরিখে সবচেয়ে দুর্বল পাকিস্তান সহ এই সব দেশের টাকা

এই প্রথম মার্কিন ডলারের নিরিখে ৯০-এর গণ্ডি পার করল ভারতীয় রুপি। মুদ্রার পতন যে কোনও দেশের অর্থনীতির জন্যই অত্যন্ত খারাপ বলে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞরা বলেন, মুদ্রার পতন হলে তা দেশে মুদ্রাস্ফীতিসহ অসংখ্য ঝুঁকি তৈরি করে।

Advertisement
ভারতীয় রুপি নয়, ডলারের নিরিখে সবচেয়ে দুর্বল পাকিস্তান সহ এই সব দেশের টাকাডলারের নিরিখে সবচেয়ে কমজোরি কোন কোন দেশের মুদ্রা
হাইলাইটস
  • এই প্রথম মার্কিন ডলারের নিরিখে ৯০-এর গণ্ডি পার করল ভারতীয় রুপি।
  • মুদ্রার পতন হলে তা দেশে মুদ্রাস্ফীতিসহ অসংখ্য ঝুঁকি তৈরি করে।
  • অর্থনৈতিক বিশেষজ্ঞরা এখনই বড় কোনও শঙ্কায় ভুগতে রাজি নন।

ডলারের বিপরীতে সর্বকালীন রেকর্ড নীচে নেমে গিয়েছে ভারতীয় মুদ্রার দর। এই প্রথম মার্কিন ডলারের নিরিখে ৯০-এর গণ্ডি পার করল ভারতীয় রুপি। মুদ্রার পতন যে কোনও দেশের অর্থনীতির জন্যই অত্যন্ত খারাপ বলে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞরা বলেন, মুদ্রার পতন হলে তা দেশে মুদ্রাস্ফীতিসহ অসংখ্য ঝুঁকি তৈরি করে।

ভারতের মুদ্রার পতন হলেও দেশ কিন্তু এখনও দ্রুত উন্নয়নশীল দেশের তালিকায় রয়েছে। ফলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা এখনই বড় কোনও শঙ্কায় ভুগতে রাজি নন। সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি.অনন্ত নাগেশ্বরন জানিয়েছেন, আগামী বছর রুপির দর বাড়তে পারে। এমন অবস্থায় জেনে নেওয়া যাক, কোন কোন দেশের মুদ্রা ডলারের বিপরীতে সবচেয়ে খারাপ পারফর্মারদের তালিকায় রয়েছে।

বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা

ডলারের বিপরীতে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা হল লেবানিজ পাউন্ড। ৮৯ হাজার ৫৫০ লেবানিজ পাউন্ড এক ডলারের সমান। এই দেশটির অর্থনীতি দীর্ঘদিন ধরে সংকটের মুখোমুখি হচ্ছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইরানি রিয়াল

ডলারের বিপরীতে সবচেয়ে দুর্বল স্থানে থাকা মুদ্রার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইরানি রিয়াল। প্রতি ডলারের বিপরীতে ইরানি রিয়াল ৪২ হাজার ইরানি রিয়ালের সমান।

ভিয়েতনামি ডংয়ের অবস্থাও খুবই খারাপ

ভিয়েতনামের মুদ্রা ভিয়েতনামি ডং ডলারের বিপরীতে বিশ্বের তৃতীয় দুর্বলতম মুদ্রা। ভিয়েতনামে এক ডলারের বিনিময়ে ২৬ হাজার ৩৭২ ডং পাওয়া যায়। 

লাওসের মুদ্রা লাওসিয়ান কিপ এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। প্রতি ডলারের বিনিময়ে ২১ হাজারের সামান্য বেশি লাওসের মুদ্রা পাওয়া যায়। এছাড়াও, অন্য যে দেশগুলি বিশ্বের শীর্ষ ১০ দুর্বল মুদ্রার তালিকায় রয়েছে, সেগুলি হল সিয়েরা লিওন, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, গিনি, প্যারাগুয়ে ও মাদাগাস্কার।

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির অবস্থা কেমন?

মার্কিন ১ ডলারের বিপরীতে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানি মুদ্রা ২৮২.৫৭ PKR-এর সমান। অর্থাৎ পাকিস্তানি মুদ্রা ভারতের তুলনায় প্রায় তিনগুণ দুর্বল।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভারতীয় রুপির দাম ক্রমাগত কমছে। বিশেষজ্ঞরাও, আগেই দর ৯০-এ নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু আশা রয়েছে আগামীদিনে ফের চড়তে পারে ভারতীয় মুদ্রার দর।

Advertisement

POST A COMMENT
Advertisement