ভারতের স্টক মার্কেটভেনেজুয়েলাতে আক্রমণ করছে আমেরিকা। সেই সঙ্গে আবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছে ভারতীয় পণ্যের উপর শুক্ল বাড়িয়ে ফেলার। আর এই দুইয়ের প্রভাব ভারতের শেয়ার মার্কেটের উপর দেখা দিতে শুরু করেছে। স্টক মার্কেটের দুই ইন্ডেক্স সেনসেক্স এবং নিফটি কখনও গ্রিন জোন তো কখনও আবার রেড জোনে চলে আসছে। আর শেয়ারবাজারের এমন অদ্ভুত আচরণে বিভ্রান্তি পড়ে গিয়েছেন বিনিয়োগকারীরা। তাঁরা বুঝতে পারছেন না, এই পরিস্থিতিতে ঠিক কী কাজ করা উচিত।
সেনসেক্সের মতিগতি বদল
সোমবার খারাপ শুরু করে ভারতের শেয়ারবাজার। এ দিন সেনসেক্স ৮৫.৬৪০.০৫ পয়েন্টে শুরু করে। যেটা তার আগের দিনের ক্লোজিং ৮৫৭৬২.০১-এর থেকে কম ছিল। তারপর আরও কিছুটা পড়ে যায় সেনসেক্স। তবে এরপর হঠাৎই বাড়তে শুরু করে সেনসেক্স। এটি পৌঁছে যায় ৮৫৮৩৫ পয়েন্টে।
এমনই হাল নিফটিরও। এটা আগের দিনের থেকে ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে শুরু করে। আজ এর ওপেনিং হয় ২৬২৩৩ পয়েন্টে। আবার হুট করেই বেড়ে যায় শেয়ারবাজার। এটি পৌঁছে যায় ২৬৩৭৩ পয়েন্টে।
কেন এমন দশা?
শেয়ারবাজারের হঠাৎ এই চরিত্র বদলের পিছনে রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খেলা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ভারতের উপর আরও শুল্ক বসানোর হুমকি দিয়ে রেখেছেন। তিনি রাশিয়া থেকে তেল কেনার অপরাধে আরও ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন।
আবার ও দিকে ভেনেজুয়েলার উপর আক্রমণ করেছেন ট্রাম্প। অপহরণ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। আর সেই কারণেই শেয়ারবাজের অদ্ভুত আচরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে তাদের দাবি, এই সময় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। একটু দেখতে হবে। সেই মতো বাইং বা সেলিং করতে হবে।
কোন কোন স্টকে ভাল লাভ?
এ দিন লার্জক্যাপ ক্যাটাগরিতে সকালের সেশনে বেড়েছে BEL ৩.১০ শতাংশ, এশিয়ান পেইন্টস ১.৮০ শতাংশ, মারুতি ১.৭৭ শতাংশ, এক্সিস ব্যাঙ্ক ১.৬০ শতাংশ এবং এসবিআই শেয়ার ১.৫৫ শতাংশ।
এছাড়া মিডক্যাপ ক্যাটাগোরিতে SJV ৫.১৯ শতাংশ, রামকো সিমেন্ট ৩.১৩ শতাংশ এবং BDL শেয়ার ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্মলক্যাপে আবার TFCI Ltd ১৯ শতাংশ এবং গান্ধার শেয়ার ১৩ শতাংশ রিটার্ন দিয়েছে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।