আজ বাংলায় পালিত হবে কালীপুজো। আর গোটা দেশে দীপাবলি। বাড়ি, ঘর আলো এবং প্রদীপে সাজবে। চারিদিকে উৎসব।তাই অনেকেই মনে করছেন, আজ বোধহয় বন্ধ থাকবে শেয়ারবাজার। তবে বিষয়টা একবারেই তেমন নয়। বরং আজ খোলা থাকবে শেয়ারবাজার। তাই ট্রেডাররা আজ অনায়াসে করতে পারবেন ট্রেড। অন্যদিনের মতো একই সময় মার্কেট খুলবে এবং বন্ধ হবে।
আসলে BSE, NSE দীপাবলির দিন মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর এটা স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে এই BSE এবং NSE সাইটে। তাই চিন্তার কোনও বিষয় নেই। আজ লক্ষ্মীলাভ হবে নিশ্চিত।
প্রসঙ্গত, এ বার দুই দিন পড়েছে দীপাবলি। ২০ অক্টোবর এবং ২১ অক্টোবর। যদিও সারা দেশে ২০ অক্টোবরই দীপাবলি পালিত হবে। তবে এই দিন শেয়ারবাজারে কোনও ছুটি ঘোষণা করা হয়নি। আর সেটার জন্য খুশি গোটা দেশের ট্রেডাররা।
কী জানাচ্ছে bseindia.com?
এই ওয়েবসাইটে গেলে জানা যাচ্ছে, গোটা অক্টোবর মাসে মাত্র ৩ দিন ছুটি রয়েছে শেয়ারবাজারের। প্রথমত, ২ অক্টোবর মহত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ছিল ছুটি। দ্বিতীয় ছুটি রয়েছে দীপাবলির লক্ষ্মীপুজো উপলক্ষে এবং ২২ অক্টোবর দীপাবলির প্রতিপদ হসিবে ছুটি রয়েছে। তার অর্থ হল, দীপাবলির জন্য আজ নয় আগামিকাল (আংশিক) এবং পরশু বন্ধ থাকবে স্টক মার্কেট। সোমবার, অর্থাৎ আজ যথারীতি ট্রেডিং করতে পারবেন সকলে।
কালকে মিলবে মুহুরত ট্রেডিং
আজ সারাদিনই খোলা থাকবে স্টকমার্কেট। তাই আজ মুহুরত ট্রেডিং হচ্ছে না। বরং আগামিকাল ২১ অক্টোবর মহুরত ট্রেডিং হবে। তবে তার সময়টা একটু আলাদা থাকছে।
কখন হবে মুহুরত ট্রেডিং?
সাধারণ সময়ে এই ট্রেডিং করা যাবে না। বরং দুপুর ১টা ৪৫ থেকে ২টো ৪৫ পর্যন্ত মুহুরত ট্রেডিং করা যাবে। এর বাইরে খোলা থাকবে না শেয়ারবাজার। কেউ ট্রেডিং করতে চাইলে এই সময়ই করতে হবে।
পরপর উঠেছে শেয়ারবাজার
গত সপ্তাহে মোটের উপর আপট্রেন্ডেই ছিল শেয়ারবাজার। সেনসেক্স শেষ করে ৮৩,৯৫২.১৯-এ। বাড়ে প্রায় ৫০০ পয়েন্ট। ও দিকে ১২৪ পয়েন্ট বেড়ে ২৫,৭০৯.৮৫ পয়েন্টে শেষ করেছে নিফটি। আর বাজারের এই গতি দেখেই আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা। সকলেই লক্ষ্মীলাভের সম্ভাবনা দেখছেন। এখন দেখা যাক দীপাবলিতে কেমন যায় বাজার। আশা করছি, ভালোই হবে। সকলের ঘরেই প্রবেশ করবে লক্ষ্মী।