Gold Price Today: সোনার দামে নয়া চমক, কলকাতায় Gold কিনলে আজ কতটা লাভ?

গত কয়েক দিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী কলকাতায়। রোজই পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। যার জেরে একপ্রকার মাথায় হাত ক্রেতাদের। চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ওঠানামা করছে। তবে গত কয়েক দিনের তুলনায় শুক্রবার কলকাতায় সোনার দামের কোনও নড়চড় হল না। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে... 

Advertisement
সোনার দামে নয়া চমক, কলকাতায় Gold কিনলে আজ কতটা লাভ?সোনার দামে চমক।
হাইলাইটস
  • গত কয়েক দিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী কলকাতায়।
  • রোজই পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম।
  • এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে... 

গত কয়েক দিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী কলকাতায়। রোজই পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। যার জেরে একপ্রকার মাথায় হাত ক্রেতাদের। চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ওঠানামা করছে। তবে গত কয়েক দিনের তুলনায় শুক্রবার কলকাতায় সোনার দামের কোনও নড়চড় হল না। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে... 

কলকাতায় সোনার দাম কত? 

শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৯৩০ টাকা। গতকালও একই দাম ছিল। অর্থাৎ, সোনার দাম অপরিবর্তিত।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৬৫১ টাকা। গতকালও একই দাম ছিল। ফলে সোনার দামের বদল হল না। 

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৭৯ হাজার ৩০০ টাকা। গতকালও এই দাম ছিল। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮৬ হাজার ৫১০ টাকা। গতকালও একই দাম ছিল। 


প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। জানুয়ারি মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।
 

POST A COMMENT
Advertisement