scorecardresearch
 

Krishak Bandhu Next Payment Date: কৃষক বন্ধুর টাকা তাড়াতাড়ি ঢুকছে? স্টেটাসে বড় আপডেট

কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে নথিভক্ত কৃষকরা তাঁদের স্টেটাস চেক করতে পারেন। অনেক কৃষকদের স্টেটাসে দেখা যাচ্ছে 'Account Valid' চলে এসেছে। এটা টাকা দেওয়ার আগে একেবারে শেষ ধাপ।

Advertisement
কৃষক বন্ধু প্রকল্পের  টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা
হাইলাইটস
  • ওয়েবসাইটে গিয়ে নথিভক্ত কৃষকরা তাঁদের স্টেটাস চেক করতে পারেন
  • অনেক কৃষকদের স্টেটাসে দেখা যাচ্ছে 'Account Valid' চলে এসেছে
  • এটা টাকা দেওয়ার আগে একেবারে শেষ ধাপ

খারিফ মরসুমের (kharif season) জন্য কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Prakalpa) টাকা পাওয়া নিয়ে বড় আপডেট। এবার খুব তাড়াতাড়িই এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। কৃষক বন্ধুর ওয়েবসাইটে এনিয়ে বড় আপডেট দেখা গিয়েছে। ওয়েবাসাইটে কৃষকদের স্টেটাসে (krishak bandhu status) এসে গিয়েছে টাকা দেওয়ার আগের ধাপ। আমরা জেনে নেব কী আপডেট এসেছে তা নিয়ে।

কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে নথিভক্ত কৃষকরা তাঁদের স্টেটাস চেক করতে পারেন। অনেক কৃষকদের স্টেটাসে দেখা যাচ্ছে 'Account Valid' চলে এসেছে। এটা টাকা দেওয়ার আগে একেবারে শেষ ধাপ। অর্থাৎ এই স্টেটাসের পরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। এবার স্টেটাস সংক্রান্ত কাজগুলি খুব দ্রুত গতিতে হচ্ছে। তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি খারিফ মরসুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা (Krishak Bandhu Payment) ঢুকতে পারে। এর আগে চলতি বছরে রবি মরসুমের টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার খারিফ মরসুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা (Krishak Bandhu Payment) আগামী মে মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: PM Kisan 14th Installment: পিএম কিষাণের টাকা কবে ঢুকবে? কৃষকবন্ধুদের জন্য বড় আপডেট

কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Prakalpa) অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয়। এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও খরিফ ফসল চাষের জন্য দুটি কিস্তিতে ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পরিমাণ পান।  যাঁদের এক একরের কম জমি রয়েছে তাঁরা ৪ হাজার টাকা ভাতা পান। আর যাঁদের এক একরের বেশি জমি রয়েছে তাঁরা পাবেন ১০ হাজার টাকা। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরসুমের টাকা পাওয়া যায়। আর রবি মরসুমের টাকা মেলে অক্টোবর থেকে মার্চের মধ্যে। এখন এপ্রিল মাস পড়ে গিয়েছে। তাই খারিফ মরসুমের টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। ২০২২ সালে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে খারিফ মরসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল জুন মাসে। তবে এবার সামনেই পঞ্চায়েত ভোট। তাই এবার কৃষক বন্ধুর টাকা জুন মাসের আগেই ঢুকে যেতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Advertisement

Advertisement