Mukesh Ambani Reliance: আম্বানির শেয়ারের কামাল, ৫ দিনে লগ্নিকারীরা ৫০ হাজার কোটি কামিয়ে মালামাল

Mukesh Ambani Reliance: দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লগ্নিকারীদের গত সপ্তাহে ৫ দিনে প্রায় ৫০ হাজার কোটি টাকা কামাই করেছে। পিটিআই এর বক্তব্য অনুযায়ী রিলায়েন্সের মার্কেট ক্যাপিটালাইজেশন এই অবধি ৪৭ হাজার ২১.৫৯ কোটি টাকা বেড়েছে। এরপরে কোম্পানি ১৭ লক্ষ ৩৫ হাজার ১৯৪.৮৫ কোটি টাকা স্তরে পৌঁছে গেছে। এই পরিসংখ্যানে সঙ্গে মুকেশ আম্বানির ফার্ম ভ্যালুর হিসাবে নম্বর ওয়ান কোম্পানি হয়ে রয়েছে।

Advertisement
আম্বানির শেয়ারের কামাল, ৫ দিনে লগ্নিকারীরা ৫০ হাজার কোটি কামিয়ে মালামালমুকেশ আম্বানি রিলায়েন্স
হাইলাইটস
  • মুকেশ আম্বানির কামাল
  • ৫ দিনে রিলায়েন্সের লগ্নিকারীরা মালামাল
  • কামিয়ে ফেলল ৫০ হাজার কোটি

Mukesh Ambani Reliance: শেয়ার মার্কেটের গত সপ্তাহে উত্থান-পতনে মধ্যে দিয়ে এগিয়েছে। এই সময়ে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর লিস্ট এর টপ টেন কোম্পানির (Tip Ten BSE Company) মধ্যে ৭ টির মার্কেট ক্যাপে পতন নথিবদ্ধ হয়েছে।যেখানে ৩ টি কোম্পানি নিজের লগ্নিকারীদের দুর্দান্ত কামাই করিয়ে দিয়েছেন। শেয়ারহোল্ডারদের লাভ তুলে দেওয়ার বিষয়ে সবচেয়ে শীর্ষে রয়েছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

রিলায়েন্সে লগ্নিকারীদের ব্যাপক মুনাফা

দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লগ্নিকারীদের গত সপ্তাহে ৫ দিনে প্রায় ৫০ হাজার কোটি টাকা কামাই করেছে। পিটিআই এর বক্তব্য অনুযায়ী রিলায়েন্সের মার্কেট ক্যাপিটালাইজেশন এই অবধি ৪৭ হাজার ২১.৫৯ কোটি টাকা বেড়েছে। এরপরে কোম্পানি ১৭ লক্ষ ৩৫ হাজার ১৯৪.৮৫ কোটি টাকা স্তরে পৌঁছে গেছে। এই পরিসংখ্যানে সঙ্গে মুকেশ আম্বানির ফার্ম ভ্যালুর হিসাবে নম্বর ওয়ান কোম্পানি হয়ে রয়েছে।

এই কোম্পানিও ব্যাপক লাভ তুলেছে 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছাড়া যে সমস্ত কোম্পানির মার্কেট ভ্যালুতে লাভ হয়েছে, তার মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড হুল এবং প্রাইভেট সেক্টরে সবচেয়ে বড় এইচডিএফসি ব্যাঙ্ক শামিল রয়েছে। এই অবধি যেখানে এম ক্যাপ ১২ হাজার ২৪১.৩৭ কোটি টাকা লাভের সঙ্গে ৬ লক্ষ ৫ হাজার ৪৩.২৫ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। সেখানে এইচডিএফসি ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ১১ হাজার ৪৯.৭৪ কোটি টাকা বেড়ে ১২ লক্ষ ৬৮ হাজার ১৪৩.২০ কোটি টাকাতে পৌঁছে গেছে।

টিসিএস সমেত এই সমস্ত কোম্পানির পয়সা ডুবেছে

এখন কথা যদি বলি যে নিজেদের লগ্নিকারীদের টাকা যারা ডুবিয়ে দিয়েছে, সেই সমস্ত কোম্পানির, তাহলে এর মধ্যে সবার প্রথমে আইসিআইসিআই ব্যাংকের নাম রয়েছে। যার মার্কেট ক্যাপ গত সপ্তাহে ৩০ হাজার ২৩৫ কোটি টাকা পড়ে গিয়েছে। এর পরের টাটা গ্রুপের আইটি কোম্পানি টিসিএস tcs এর মার্কেট ক্যাপ ১২৭১৫.২১ কোটি টাকা কমেছে। দেশের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই এর ভ্যালু কমে গিয়েছে ১০৪৮৬.৪২ কোটি টাকা। মার্কেট এ পতন এর মুখে পড়া কোম্পানির মধ্যে এলআইসির মার্কেট ভ্যালু কমেছে।

Advertisement

এর বাজারে লগ্নে ঝুঁকিপূর্ণ লগ্নী করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন

POST A COMMENT
Advertisement