ভারতের সবথেকে ধনী ব্যক্তি হিসাবে আবার শীর্ষে উঠে এল মুকেশ আম্বানি ও তাঁর পরিবার। ১৪ তম M3M Hurun India Rich List 2025-এর তথ্য অনুসারে এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৯.৫৫ লক্ষ কোটি টাকা। আর এমনটাই দ্য ইকোনমিক টাইমসের খবরে জানানো হয়েছে।
অবশ্য মুকেশ আম্বানির পিছনে নিঃশ্বাস ফেলছেন ভারতের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি। তিনি ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ ৮.১ লক্ষ কোটি টাকা।
দেশের সবথেকে ধনী নারী রোশনি নাদার
ভারতের সবথেকে ধনী মহিলার তকমা জুটেছে রোশনি নাদারের মাথায়। তাঁর ও পরিবারের মোট সম্পত্তি ২.৪৮ লক্ষ কোটি টাকা।
আর এই তথ্যতেই আপ্লুত অর্থনীতির বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই চিত্র আরও একবার দেখিয়ে দিল যে ভারতে নারী ক্ষমতায়ন ঠিক কতটা এগিয়ে গিয়েছে। তাঁরা নিজেদের নাম একবারে বিলিয়নেয়ারদের লিস্টে টাঙিয়ে ফেলছেন। এটা বিরাট সাফল্য।
বিলিয়নেয়ারদের সংখ্যা বাড়ছে ভারতে
ভারতের অর্থনীতি যে ঊর্ধ্বমুখী, সেটা প্রকাশ পেয়েছে এই তালিকায়। কারণ, ইতিমধ্যেই দেশে বিলিয়নেয়ারদের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গিয়েছে বলে খবর। আর এই সংখ্যাটা লিস্ট তৈরির ১৩ বছরের আগের পরিসংখ্যানের থেকে ৬ গুণ বেশি।
এখানেই শেষ নয়, বর্তমানে ভারতের এই সব ধনীদের মোট সম্পত্তির পরিমাণ ১৬৭ লক্ষ কোটি টাকা। এই অর্থটা ভারতের মোট GDP-এর অর্ধেক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তরুণেরা আলো কেড়েছেন
নতুন প্রজন্মের ব্যবসায়ীরাও তরতর করে এই লিস্ট বেয়ে উঠে এসেছেন। এই যেমন Perplexity-এর প্রতিষ্ঠাতা অরবিন্দ শ্রীনিবাসের সম্পত্তি গিয়ে দাঁড়িয়েছে ২১,১৯০ কোটি টাকায়। তিনি ভারতের সবথেকে কম বয়সী বিলিয়নেয়ার।
লিস্টে ঢুকে পরেছেন শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খান প্রথমবারের মতো ঢুকে পড়েছেন এই তালিকায়। তাঁর সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১২,৪৯০ কোটি টাকা।
নীরজ বাজাজকে নিয়েও চর্চা তুঙ্গে
নীরজ বাজাজ ও তাঁর পরিবার এ বার এক বিরাট চমক দিয়েছে। তাঁরা ৬৯,১৮৭ কোটি টাকা যোগ করে করেছেন নিজেদের সম্পত্তিতে। যার ফলে তাঁদের মোট সম্পদ গিয়ে দাঁড়িয়েছে ২.৩৩ লক্ষ কোটি টাকায়।
কোন শহরে রয়েছে রয়েছে কতজন ধনী?
দেশের মধ্যে সবথেকে বেশি ধনী ব্যক্তি বাস করেন মুম্বইতে। সেখানে ৫৪১ জন ধনীর বাস। এরপর রয়েছে দিল্লি। সেখানে বাস করেন ২২৩ জন। এছাড়া বেঙ্গালুরুতে ১১৬ জন বাস করেন বলে জানা গিয়েছে প্রতিবেদনটি থেকে।
সেক্টর নিয়ে আলোচনা করলে, ফার্মাসিউটিক্যালস ব্যবসায় ১৩৭ জন ধনী রয়েছেন। এছাড়া ইন্ড্রাস্ট্রিয়াল প্রোডাক্টসে ১৩২ জন এবং পেট্রোকেমিক্যালসে ১২৫ জন ধনী রয়েছে বলে জানা গিয়েছে।
নারীদের উথ্থান দেখার মতো
এই লিস্টে ১০১ জন নারী রয়েছেন। আর এনারা সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় উপরে উঠে এসেছেন বলেই দাবি করা হয়েছে।