Multibagger Stock: ৫ বছরে ১৫০০% রিটার্ন, এক মাসে প্রায় দ্বিগুণ বেড়েছে রেলের এই শেয়ার

আইআরএফসি এবং আইআরসিটিসির শেয়ার ছাড়াও রেলওয়ে সেক্টরের আর একটি কোম্পানির শেয়ার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই স্টকটি গত পাঁচ দিনে ব্যাপক চড়েছে। এক মাসে ৮৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই স্টক।

Advertisement
৫ বছরে ১৫০০% রিটার্ন, এক মাসে প্রায় দ্বিগুণ বেড়েছে রেলের এই শেয়ারShare Market
হাইলাইটস
  • গত পাঁচ দিনে এই স্টকের ব্যাপক উত্থান হয়েছে।
  • এক মাসে ৮৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই স্টক।

শেয়ার বাজারে পতনের মাঝেই লাভ করছে বেশ কয়েকটি রেলের শেয়ার। আইআরএফসি এবং আইআরসিটিসির শেয়ার ছাড়াও রেলওয়ে সেক্টরের আর একটি কোম্পানির শেয়ার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গত পাঁচ দিনে এই স্টকের ব্যাপক উত্থান হয়েছে। এক মাসে ৮৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই স্টক। এই শেয়ার দর পৌঁছে গিয়েছে ৩২০ টাকায়।

বিনিয়োগকারীদের বাম্পার রির্টান দিয়েছে রেলওয়ে বিকাশ নিগম (RVNL)। এক বছর ধরে বেড়ে চলেছে এই স্টক। RVNL শেয়ার শুক্রবারে ২০ শতাংশ বেশি বেড়ে বন্ধ হয়েছিল ২৯২.৩০ টাকায়। শনিবার বাড়াল ১০ শতাংশ। বন্ধ হয়েছে ৩২০ টাকায়। পাঁচ দিনে এই স্টক বেড়েছে ৫৬ শতাংশ। সাম্প্রতিক সময়ে রেল বিকাশ নিগমের শেয়ার ৮৭ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০১৯ সালের এপ্রিলে রেল বিকাশ নিগমের (RVNL) শেয়ারের দাম ছিল ১৯.৭৫ টাকা। এই শেয়ারটি এখন ৩২০ টাকায় বিক্রিবাটা হচ্ছে। এই সময়ের মধ্যে এই স্টকটি ১৬ গুণ বা ১৫০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে তাঁর বিনিয়োগের পরিমাণ এখন ১৬ লক্ষ টাকা। 

এক বছর আগে অর্থাৎ ২০ জানুয়ারিতে রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ার দর ছিল ৭৬ টাকা। যা এখন পৌঁছে গিয়েছে ৩২০ টাকায়। এক বছরে প্রায় ৪ গুণ রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে এই স্টকটি ৩১৭% বেড়েছে। ৫২ সপ্তাহে শেয়ারের সর্বনিম্ন দর ৫৬.০৫ টাকা।  

রেলওয়ের অন্যান্য স্টকগুলিও ঊর্ধ্বগতি ধরে রেখেছে। শনিবার আইআরএফসি-র শেয়ার দর বেড়েছে ৯ শতাংশ। বিকোচ্ছে ১৭৪.৮৫ টাকায়। আরভিএনএলের শেয়ার দর ১০ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩২০ টাকায়। IRCTC প্রায় ৪ শতাংশ বেড়ে হাজারের উপরে চলে গিয়েছে।

POST A COMMENT
Advertisement