scorecardresearch
 

Multibagger Stock Trident Limited Huge Profit: মাত্র ৭৬ পয়সার স্টকে লগ্নি করে মালামাল, ১ লাখের বিনিয়োগ পৌঁছল ৪৪ লাখে

Multibagger Stock Trident Limited Huge Profit: মার্কেটে যাঁরা এক্সপার্ট, তাঁরা বলেন, যে যদি স্টক মার্কেটে মুনাফা কামানো উদ্দেশ্য হয়, তাহলে শেয়ারে লম্বা সময় ধরে লগ্নি করে রাখতে হবে। এমনই একটি স্টক রয়েছে, যেটি লং টার্মে আপনাকে দারুন রিটার্ন দিচ্ছে। সেটি হল ট্রাইডেন্ট লিমিটেড (Trident Limited ) যেটি ১০ বছরে ৪,৩০০ গুন বেশি রিটার্ন দিয়েছে। এই সময় এই স্টকের দাম ০.৭২ টাকা থেকে বেড়ে ৩৩.৭০ টাকায় পৌঁছে গিয়েছে।

Advertisement
৭৬ পয়সার স্টকে লগ্নি করে বিপুল মুনাফা , ১ লাখ টাকা লগ্নি পৌঁছে গেল ৪৪ লাখে ৭৬ পয়সার স্টকে লগ্নি করে বিপুল মুনাফা , ১ লাখ টাকা লগ্নি পৌঁছে গেল ৪৪ লাখে
হাইলাইটস
  • ৭৬ পয়সার স্টকে লগ্নি করে
  • বিপুল মুনাফা লগ্নিকারীদের
  • ১ লাখ টাকা লগ্নি পৌঁছে গেল ৪৪ লাখে

Multibagger Stock Trident Limited Huge Profit: স্টক মার্কেট, সঠিক ক্যালকুলেশনের খেলা। যদি আপনার খেলা দাঁও সঠিক জায়গায় সঠিক শেয়ারে লেগে যায়, তাহলে আপনি ১ লপ্তে লাখপতি থেকে কোটিপতি হয়ে পড়তে পারেন। কিন্তু যদি উল্টো দাঁও হয়ে যায় তাহলে আপনার ভিখিরির দশা হতে বেশি সময় লাগবে না। মার্কেটে যাঁরা এক্সপার্ট, তাঁরা বলেন, যে যদি স্টক মার্কেটে মুনাফা কামানো উদ্দেশ্য হয়, তাহলে শেয়ারে লম্বা সময় ধরে লগ্নি করে রাখতে হবে। এমনই একটি স্টক রয়েছে, যেটি লং টার্মে আপনাকে দারুন রিটার্ন দিচ্ছে। সেটি হল ট্রাইডেন্ট লিমিটেড (Trident Limited ) যেটি ১০ বছরে ৪,৩০০ গুন বেশি রিটার্ন দিয়েছে। এই সময় এই স্টকের দাম ০.৭২ টাকা থেকে বেড়ে ৩৩.৭০ টাকায় পৌঁছে গিয়েছে।

০.৭২ টাকা থেকে ৩৩ পার

১০ বছর আগে যদি ৫ জুলাই ২০১৩তে এই শেয়ারে কেউ এনএসপিতে ০.৭৬ টাকায় শেয়ারে লগ্নি করে থাকেন, ৭ জুলাই ২০২৩-এ ট্রাইডেন্ট লিমিটেডের শেয়ার ৩৩.৭০ টাকায় বন্ধ হয়েছে। হঠাৎ যদি আপনি ১০ বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা লগ্নি করে রেখে বসে থাকেন, তাহলে আজকের সময়ে ১ লাখ টাকার ভ্যালু বেড়ে ৪৪.৩৪ লাখ টাকা হয়ে গিয়েছে।

আরও পড়ুন

৫ বছরের জোরদার রিটার্ন

টেক্সটাইল সেক্টরের এই কোম্পানি ট্রাইডেন্ট লিমিটেড শেয়ারের যদি আমরা ধারাবাহিকতার কথা বলি তাহলে গত এক মাসে স্টক সামান্য চড়েছে, কিন্তু গত এক বছরে এটি ১৩ শতাংশ পড়ে গিয়েছে। যদিও গত ৫ বছরের ট্রাইডেন্ট শেয়ার নিজের লগ্নিকারীদের ৪৮৯.১৬ শতাংশ রিটার্ন দিয়েছে।

কোম্পানির ব্যবসা এবং প্রদর্শন

যদি আমরা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের কথা বলি, তাহলে ১৭ হাজার কোটি টাকা এদের ক্যাপিটালাইজেশন বা পুঁজি রয়েছে। কোম্পানি কাপড়, কেমিক্যাল, কাগজ এবং সুতো তৈরি করে। কোম্পানির প্রোডাক্টে গম এর ভুসি থেকে তৈরি প্রিন্টিং পেপার, সুতো, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি তৈরি করে। কোম্পানি বেশিরভাগ আয় এক্সপোর্ট থেকে হয়। কোম্পানির শেয়ার হোল্ডিং এর প্যাটার্ন অনুসারে এতে প্রোমোটারদের অংশ ৭৩.১৯ শতাংশ। সেখানে পাবলিক শেয়ারহোল্ডারের অংশ ২৫.৫৬ শতাংশ। স্টক এখন ৪.৫৬ পিবির সঙ্গে ট্রেন্ড করছে। গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানির মুনাফা ১১৬ কোটি টাকা ছিল। এই এক বছরে আগের তুলনায় ৫০ শতাংশ কম হয়েছে। শেষ ত্রৈমাসিকের সময় অপারেশনে কোম্পানি রেভিনিউ ১৫৬২ কোটি টাকা ছিল।

Advertisement

যে কোনও শেয়ারে লগ্নি করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন)

 

Advertisement