মাত্র ৩ টাকার স্টকে বিনিয়োগ, বাম্পার ৭০০০% রিটার্নে কোটিপতি!

V-Gaurd Industries: বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করে ভি-গার্ড। ১৩ বছর আগে ২০০৯ সালে শেয়ার বাজারে প্রবেশ করে সংস্থা। সেই থেকে বাড়তে বাড়তে শেয়ারদর ২০০-পেরিয় গিয়েছে। এখন ২১৫ টাকার উপরে প্রতি শেয়ারের মূল্য।

Advertisement
মাত্র ৩ টাকার স্টকে বিনিয়োগ, বাম্পার  ৭০০০% রিটার্নে কোটিপতি!শেয়ারে বিনিয়োগ করে কোটিপতি!
হাইলাইটস
  • বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করে ভি-গার্ড।
  • ১৩ বছরে সংস্থার শেয়ার ৭০০০ গুণ বেড়েছে।
  • কোটিপতি হয়েছেন বিনিয়োগকারীরা।

Multibagger Stock: গত কয়েক সপ্তাহ ধরে বাজার পড়তির দিকে। অনেকের বিনিয়োগই ঠেকেছে তলানিতে। শেয়ার বাজারের প্রতি মোহভঙ্গ হচ্ছে বহু বিনিয়োগকারীর। কিন্তু বাজারের 'খিলাড়ি'রা উত্থান-পতনে চিন্তিত হন না। দীর্ঘকালীন সময়ে বিনিয়োগ করেন তাঁরা। অনেক ক্ষেত্রে কার্যকরী হয় এই রণনীতি। ঠিক এমনই একটি স্টক ভি-গার্ড (V-Guard)। কিছুদিন আগেও মাত্র ৩ টাকায় বিকোচ্ছিল এই শেয়ার। এখন ২১৫ টাকার কাছাকাছি দাম। 

৩ টাকা থেকে ২০০-র উপরে দাম

১৩ বছর আগে শেয়ার বাজারে প্রবেশ করেছিল  V-Gaurd Industries Limited। তখন প্রতি শেয়ারের দাম ছিল মাত্র ৩ টাকা। সেখান থেকে এই স্টক ২০০ টাকা পার করে গিয়েছে। প্রায় ৭০৬৬ শতাংশ উপরে উঠেছে এই শেয়ার। শুক্রবার শেয়ার বাজার বন্ধের সময় দাম ছিল ২১৪.৯০ টাকা। একটা সময় স্টক ২৮৫ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 

ঠিক কতটা রিটার্ন

একটা উদাহরণ দিলেই স্পষ্ট হবে এই শেয়ারে বিনিয়োগ করে কত টাকা কামিয়েছেন বিনিয়োগকারীরা। ২০০৯ সালে কেউ ১৫০০ টাকা বিনিয়োগ করলে সেটাই এখন কোটি টাকা হয়ে গিয়েছে। ১৩ বছর ধরে যাঁরা বসে আছেন তাঁরা এখন কোটিপতি। মাত্র হাজার টাকার বিনিয়োগ করেছেন যিনি তিনি ৭০ লক্ষের মালিক। 

আরও পড়ুন- ব্যবসা শুরু করতে চান? ৫০ লাখ টাকা পর্যন্ত লোন দেবে Facebook

এখনও বিনিয়োগের সুযোগ

মিডক্যাপ এই সংস্থার শেয়ারের মূল্য ৯৩৩১ কোটি টাকা। গত ডিসেম্বরে ত্রৈমাসিক হিসেবপত্তর প্রকাশ করেছে ভি-গার্ড। মুনাফা ৩১ শতাংশ কমে হয়েছে ৫৩.৯২ কোটি টাকা। যদিও এই সময়ে সংস্থার আয় গত বছরের তুলনায় বেড়েছে। গতবছর এই সময়ে আয় হয়েছিল ৮৩৫.০৪ কোটি টাকা। এবছর ৯৬৭.৩৮ কোটির আয় হয়েছে। লাভ না হলেও সংস্থার উপরে দীর্ঘকালীন বাজি ধরেছেন বিশেষজ্ঞরা। অনেক শেয়ার কেনা-বেচা সংস্থার ভবিষ্যদ্ববাণী, এই শেয়ার ২৮০ টাকার উপরে যেতে পারে। 

Advertisement

বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করে ভি-গার্ড। ১৩ বছর আগে ২০০৯ সালে শেয়ার বাজারে প্রবেশ করে সংস্থা। সেই থেকে বাড়তে বাড়তে শেয়ারদর ২০০-পেরিয় গিয়েছে। এখন ২১৫ টাকার উপরে প্রতি শেয়ারের মূল্য। 

আরও পড়ুন- নিয়মিত মাত্র ৫০ টাকা জমিয়েই পান ৩৫ লক্ষ টাকা! জানুন উপায়


POST A COMMENT
Advertisement