নির্মলার বাজেট কোথায়-কখন শুনবেন?রবিবার, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১টার সময় সংসদে বাজেট ভাষণ শুরু করবেন তিনি। কোথায়-কখন দেখবেন লাইভ স্ট্রিমিং, জেনে নিন...
কেন্দ্রীয় বাজেট ভাষণ ভারতের অর্থনৈতিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়িক মহল, শেয়ার বাজার, সব ক্ষেত্রের নজর থাকে সরকারের আর্থিক পরিকল্পনা ও নীতিগত ঘোষণার দিকে।
সাধারণত বাজেট ভাষণ এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। এতে আগামী অর্থবর্ষের সরকারি ব্যয় পরিকল্পনা, কর সংক্রান্ত প্রস্তাবের বিস্তারিত বর্ণনা উঠে আসে। আগের বছরের মতোই এ বছরও সংসদে বাজেট উপস্থাপনা গোটা দেশের দর্শকদের জন্য লাইভ সম্প্রচার করা হবে। বিদেশ থেকেও দেখা যাবে লাইভ স্ট্রিমিং।
কখন বাজেট ভাষণ শুরু হবে?
কেন্দ্রীয় বাজেট ২০২৬-এর ভাষণ ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় সংসদ ভবনে শুরু হবে। এ বছর বাজেট রবিবার উপস্থাপিত করা হচ্ছে। তবে নির্দিষ্ট সময়সূচি এবং ঐতিহ্য মেনেই সবটা অপরিবর্তিত রাখা হয়েছে। যারা লাইভ দেখতে চান তারা ১১টার কিছু আগে থেকেই প্রস্তুত লিঙ্কে ক্লিক করে রাখলে কার্যকম মিস হবে না।
টিভিতে কোথায় দেখবেন?
> সংসদ টিভিতে বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
> দুরদর্শনে সংসদ থেকে বাজেট উপস্থাপনার লাইভ টেলিকাস্ট করা হবে।
> একাধিক জাতীয় সংবাদ চ্যানেলেও বাজট ভাষণ সরাসরি দেখা যাবে।
> ভাষণের গুরুত্বপূর্ণ ঘোষণার পরপরই বিশেষজ্ঞ আলোচনা ও তাৎক্ষণিক বিশ্লেষণও সম্প্রচার করা হবে।
অনলইন ও ডিজিটাল লাইভ স্ট্রিমিং
> সংসদ টিভির ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং হবে।
> PIB ইউটিউব চ্যানেলও ভাষণ সরাসরি দেখানো হবে।
> সরকারের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে লাইভ সম্প্রচারের সরাসরি লিঙ্ক ক্লিক করেও দেখা যাবে।
> ভাষণ শেষ হওয়ার পর পুরো ভিডিওটি অফিশিয়াল প্ল্যাটফর্মে আবার দেখা যাবে।
ভাষণ শেষ হলে বিস্তারিত আর্থিক বিবরণী ও নীতিগত প্রস্তাব সহ সম্পূর্ণ বাজেট নথি সরকারি পোর্টালে প্রকাশ করা হবে। একইসঙ্গে লোকসভা ও রাজ্যসভা সংশ্লিষ্ট দলিলগুলো পেশ করা হবে।