শেয়ারবাজারে বাম্পার গতিআজ দিনের শুরু থেকেই শেয়ারবাজারে বাম্পার লাভ। শুক্রবারের ধাক্কা কাটিয়ে উর্ধ্বমুখী Nifty এবং Sensex। এ দিন শুরুতেই ৪৪৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এই সূচক ৮৪,৬৬০-এর উপরে ট্রেড করছে। ও দিকে এ দিন ১৪৫ পয়েন্ট বেড়েছে নিফটি। এই সূচক ২৫৯৪০ পয়েন্টের উপর ট্রেড করছে। এছাড়া Bank Nifty ও আজ দারুণ খেলা শুরু করেছে। ট্রেড করছে প্রায় ৩০০ পয়েন্ট উপরে।
কারা উপরে, কারা নীচে?
এ দিন শুরুতেই BSE-এর প্রথম ৩০টি স্টকের মধ্যে ২০টি ভাল শুরু করেছে। এই সব স্টক আজ ঊর্ধ্বমুখী। তবে নিম্নমুখী রয়েছে ১০টি স্টক।
আজ এখনও পর্যন্ত ভাল ফল করছে Tata Steel। এই স্টকটি ১.৩০ শতাংশ উপরে ট্রেড করছে। ও দিকে Reliance, Bharti Airtel, এবং SBI বেড়েছে প্রায় ১ শতাংশ।
তবে এ দিন বেশ কিছু স্টকের খবর আবার খারাপ। বিশেষত, Infosys এর হাল খারাপ। এই স্টকটি ১ শতাংশ নীচে রয়েছে বলেই জানা যাচ্ছে।
কোন কোন সেক্টরে হচ্ছে লাভ?
Media, Metal, IT ও PSU Bank সেক্টরের শেয়ারগুলি আজ ঊর্ধ্বমুখী। ও দিকে FMCG, Pharma ও উ Healthcare-অবশ্য এখনও খারাপ ফল করছে। তাই এই সেক্টরগুলিতে ট্রেড করতে চাইলে সামলে চলুন। আগে করুন রিসার্চ।
এই সব স্টকে বাম্পার লাভ
পরিচিত কিছু স্টকের বাইরে তাকাতে চাইলে চোখ রাখতে পারেন R-R Cable এবং eClerx Service-এর উপর। এই দুটি স্টকই ৫ শতাংশ বেড়েছে। এছাড়া Ratan Enterprises বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। পাশাপাশি Poonawala Finance ও বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। Dr Lal Pathlabs-এর শেয়ারও আজ ঊর্ধ্বমুখী। এটি বেড়েছে ৪ শতাংশ। এর পাশাপাশি ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে Coforge-এর শেয়ার।
১২৮টি স্টক আপার সার্কিট হিট করেছে
এ দিন সেনসেক্সের ৩৭২৮ স্টকের মধ্যে ২১৬৪টি উপরে ট্রেড করছে। ১৩৫০টি ট্রেড করছে নীচে। ২১৪টির দাম প্রায় একই রয়েছে। এছাড়া ১২৮ স্টক আপার সার্কিট হিট করেছে। আর লোয়ার সার্কিটে রয়েছে ১১০টি স্টক।
তবে এই নিবন্ধটি পড়ে কোনও স্টক নেবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। নিয়ে ফেলুন কোনও বিশেষজ্ঞের পরামর্শ। তাহলেই নিজের টাকাকে বাঁচাতে পারবেন। নইলে লাভের আশায় পিছু নিতে পারে লোকসান। বড় পরিমাণ টাকা খুইয়ে ফেলতে পারেন।