scorecardresearch
 

পেট্রোল-ডিজেলের রেকর্ড দাম বাড়ল! কলকাতায় কত?

নতুন বছরের শুরুতেই তৃতীয়বারের মত বাড়ল পেট্রোল ডিজেলের দাম৷ বিশ্ব বাজারে তেলের দাম চড়া হতেই দেশেও জ্বালানির দামে আগুন। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৯২ টাকা।

Advertisement
মূল্য বৃদ্ধির নেপথ্যে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকেই দায়ী করা হচ্ছে। মূল্য বৃদ্ধির নেপথ্যে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকেই দায়ী করা হচ্ছে।
হাইলাইটস
  • তুন বছরের শুরুতেই তৃতীয়বারের মত বাড়ল পেট্রোল ডিজেলের দাম
  • বিশ্ব বাজারে তেলের দাম চড়া হতেই দেশেও জ্বালানির দামে আগুন
  • কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৯২ টাকা

অপরিশোধিত তেলের দাম ক্রমশ বেড়ে চলেছে দেশে। নতুন বছরের শুরুতেই তৃতীয়বারের মত বাড়ল পেট্রোল ডিজেলের দাম৷ বিশ্ব বাজারে তেলের দাম চড়া হতেই দেশেও জ্বালানির দামে আগুন। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৯২ টাকা। দেশের মধ্যে জ্বালানির সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে মুম্বাইয়ে। আরবসাগর পারের শহরে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯১ টাকা। 

চেন্নাই (৮৭.১৮ টাকা), দিল্লি (৮৪.৪৫ টাকা), বেঙ্গালুরু ( ৮৭.৩০ টাকা) এবং হায়দরাবাদে (৮৭.৮৫ টাকা)-এও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হয়েছে পাল্লা দিয়ে। ডিজেলের দামও বেড়েছে পাল্লা দিয়ে। প্রসঙ্গত, ২০১৮ সালে দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৮৪ টাকা৷ সেই দাম গত সপ্তাহেই পার হয়ে গিয়েছে৷ এবার দাম আরও বৃদ্ধি পেল৷ আর ডিজেলের দাম ৭৪ টাকা ৬৩ পয়সা৷ তবে বিভিন্ন রাজ্যে কর কাঠামোর ভিত্তিতে এই দাম একেক রকম হয়েছে৷

গত বছরের শেষের দিক থেকে চলতি বছরের শুরুতে প্রায় মাসখানেক পেট্রোল-ডিজেলের দাম একই জায়গায় স্থির হয়েছিল৷ কিন্তু গত বুধবারই তা বৃদ্ধি পায়৷ তার পর বৃহস্পতিবার আবার দাম বাড়ে৷ 

অবশ্য এই মূল্য বৃদ্ধির নেপথ্যে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকেই দায়ী করা হচ্ছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেল পিছু ৫৭ মার্কিন ডলারের বেশি হয়ে গিয়েছে৷ পেট্রোলিয়াম সংস্থাগুলি জানিয়েছে যে এই দাম আবারও বৃদ্ধি পেতে পারে৷ অন্যদিকে, কোভিডে ক্ষতিগ্রস্ত রাজকোষ ভর্তি করতে গত বছর দু'দফায় মার্চ এবং মে মাসে প্রতি লিটার পেট্রল ও ডিজেলে অতিরিক্ত যথাক্রমে মোট ১৩ টাকা এবং ১৫ টাকা করে শুল্ক বসিয়েছে সরকার। যার জেরে হাত পুড়ছে মধ্যবিত্তের৷

Advertisement